Sports News

টেস্টের আগে ইডেনে হঠাৎ ধোনি-কপিল

এ দিন শুটিংয়ে দেখা গেল ধোনিকে বল করছেন কপিল। কপিলকেও বল করলেন ধোনি। দুই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক যখন এক ফ্রেমে তখন তা যে অন্যমাত্রা পাবে সেটাই স্বাভাবিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ২০:১৫
Share:

এক ফ্রেমে কপিল-ধোনি আবারও। এ বার অ্যাড শুটের জন্য। —ফাইল চিত্র।

টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। তবুও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ইডেনে পিচ পরীক্ষা করতে দেখা গেল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। না অবসর ভেঙে ফিরছেন না। এই মুহূর্তে কলকাতায় রয়েছেন মাহি। কারণ অ্যাডের শুটিং। সঙ্গে রয়েছেন আরও এক প্রাক্তন অধিনায়ক কপিল দেবও। শুটিংয়ের ফাঁকেই তাই ঘুরে এলেন পিচ থেকে। না খেললে কী হবে অধিনায়ক ধোনি এখনও একই রয়েছেন। সকালে দেখা গেল পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে। ১৬-২০ নভেম্বর ইডেনে প্রথম টেস্ট। সুজন মুখোপাধ্যায় পরে বলেন, ‘‘ধোনি পিচের তৈরি দেখে খুব খুশি। আর আমাদের টেস্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন

২০২০ টি২০ বিশ্বকাপ পর্যন্ত খেলবে ধোনি: নেহরা

Advertisement

এ দিন শুটিংয়ে দেখা গেল ধোনিকে বল করছেন কপিল। কপিলকেও বল করলেন ধোনি। দুই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক যখন এক ফ্রেমে তখন তা যে অন্যমাত্রা পাবে সেটাই স্বাভাবিক। অরিন্দম শীলের পরিচালনায় ৩৩ সেকেন্ডের অ্যাড শুট হল ইডেনে। অরিন্দম শীল বলেন, ‘‘এটা আমার জীবনের সব থেকে ঐতিহাসিক দিন। ক্রিকেটের মক্কায় দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আজ আমার জন্য শুটিং করল। ওরা দু’জনেই সেরা অধিনায়ক। একই গ্যালারি থেকে দু’জনের খেলা দেখেছি আর সেখানেই এই দু’জনকে নিয়ে শুটিং করতে পারলাম।’’

এর মধ্যে যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ফ্রেমে ধরা পড়ে গেল ভারতের তিন সেরা অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement