স্টোকসের রেকর্ড

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনই ব্যাটে ঝড় তুলে রেকর্ডে ইংল্যান্ডের বেন স্টোকসের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডবল সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন। ১৬৩ বলে পৌঁছলেন ২০০ রানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ২৩:০১
Share:

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনই ব্যাটে ঝড় তুলে রেকর্ডে ইংল্যান্ডের বেন স্টোকসের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডবল সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন। ১৬৩ বলে পৌঁছলেন ২০০ রানে। ডি’ভিলিয়ার্স তাঁকে রান আউট করে প্যাভেলিয়নে পাঠানোর আগে ১৯৮ বলে ২৫৮ রান করে ফেলেছিলেন তিনি। এই ২৫৮ রানের ইনিংস সাজানো ছিল ৩০টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারিতে।

Advertisement

এই তালিকায় প্রথমে রয়েছেন নিউজিল্যান্ডের নাথান অ্যাশলে। তিনি ১৫৩ রানে করেছিলেন ডবল সেঞ্চুরি। স্টোকসের আগে দ্রুততম ডবল সেঞ্চুরির করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের বীরেন্দ্র সহবাগ। তিনি করেছিলেন ১৬৮ বলে। পাঁচ বল কম নিলেন ইংল্যান্ডের স্টোকস।

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও সমস্যার সামনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে স্টোকস আর জনি বারিস্তোর অপরাজিত ১৫০ এর সুবাদে দ্বিতীয় দিনই ৬২৯ রানে ইনিংস ঘোষনা করে দেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দু’উইকেট হারিয়ে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪১ রান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement