জাতীয় টিটিতে বাংলার ঝুলিতে একটি ব্রোঞ্জ

সাবজুনিয়র এবং ক্যাডে়ট জাতীয় টেবল টেনিসের ব্যক্তিগত বিভাগে মঙ্গলবার রাজ্য টেবল টেনিস সংস্থার পৃথকী চক্রবর্তী ক‌্যাডেটে একটি ব্রোঞ্জ পাওয়া ছাড়া বাংলার ভাগ্যে আর কিছু জুটল না। এ দিন ক‌্যাডেটে ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে হরিয়ানার সুহানা সাইনির কাছে ৩-১ গেমে হেরে যায় পৃথকী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share:

সাবজুনিয়র এবং ক্যাডে়ট জাতীয় টেবল টেনিসের ব্যক্তিগত বিভাগে মঙ্গলবার রাজ্য টেবল টেনিস সংস্থার পৃথকী চক্রবর্তী ক‌্যাডেটে একটি ব্রোঞ্জ পাওয়া ছাড়া বাংলার ভাগ্যে আর কিছু জুটল না। এ দিন ক‌্যাডেটে ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে হরিয়ানার সুহানা সাইনির কাছে ৩-১ গেমে হেরে যায় পৃথকী।

Advertisement

রাজ্য টিটি সংস্থার ঐশিকী জোয়ারদার কোয়ার্টার ফাইনালে এ দিন ৩-২ গেমে হেরে যায় সুহানা সাইনির কাছেই। কোয়াটার ফাইনালে আরও দুই খেলোয়াড় সুচেতা প্রসাদ ৩-১ গেমে হেরে যায় উত্তর প্রদেশের অম্বিকা গুপ্তের কাছে। ছেলেদের বিভাগে রুদ্রনারায়ণ ঘোষ কোয়াটার ফাইনালে ৩-২ গেমে হেরে গিয়েছে উত্তর প্রদেশের দিব্যানস শ্রীবাস্তবের কাছে। দিব্যানস ফাইনালে কর্নাটকের সুজন ভরদ্বাজকে হারিয়ে সোনা জিতেছে। মেয়েদের মধ্যে সুহানা সোনা জিতেছে তামিল নাড়ুর কাব্যশ্রী ভাস্করকে হারিয়ে।

সাব জুনিয়র মেয়েদের ব্যক্তিগত বিভাগে নর্থবেঙ্গল টেবল টেনিস সংস্থার নিকিতা সরকার এদিন কোয়াটার ফাইনালে দিল্লির বনশিখা ভার্গবের কাছে ৩-২ গেমে হেরে বিদায় নেয়। ছেলেদের বিভাগে উত্তরবঙ্গের দুই জন কোয়াটার ফাইনালে উঠেছিল জয়ব্রত ভট্টাচার্য এবং মৈনাক দাস। জয়ব্রত ৩-২ গেমে হেরে যায় পেট্রলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-র চিন্ময়া সোমাইয়ার কাছে। দিল্লির ইয়াশানস মালিকের কাছে ৩-১ গেমে হারতে হয়েছে মৈনাককে।

Advertisement

সাব জুনিয়র ছেলেদের ব্যক্তিগত বিভাগে বিএসবিপি’র এইচ জেহো সোনা জিতেছে ফাইনালে ৪-১ গেমে বিএসপিবি’র অপর খেলোয়াড় চিন্ময়া সোমাইয়াকে হারিয়ে। মেয়েদের সোনা জিতেছে মহারাষ্ট্র-এ দলের দিয়া চিতালে। ৪-৩ গেমে ফাইনালে দিয়া হারিয়ে দিয়েছে দিল্লির বনশিখা ভার্গবকে। ওই বিভাগে দুটি ব্রোঞ্জ পেয়েছে মহারাষ্ট্র-বি দলের বিধি অমিত শাহ এবং মহারাষ্ট্র-এ দলের স্বস্তিকা ঘোষ।

সব মিলিয়ে নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের ঘরে দুটি পদক এসেছে। মেয়েদের সাবজুনিয়র ডাবলসে নিকিতা সরকার-শতপর্ণী দে জুটি রুপো পেয়েছে এবং সাব জুনিয়রে মেয়েরা দলগত বিভাগে একটি ব্রোঞ্জ এনেছে। রাজ্য টেবল টেনিস সংস্থার ঘরে এসেছে সাব জুনিয়র মেয়েদের দলগত বিভাগে একটি সোনা। ক্যাডেটে মেয়েদের দলগত বিভাগে একটি রুপো এবং সাব জুনিয়র ছেলেদের ডাবলসে একটি রুপো এসেছে। তাঁদের ঝুলিতে ব্রোঞ্জ এসেছে তিনটি। একটি ছেলেদের সাবজুনিয়র দলগত বিভাগে, মেয়েদের সাব সাবজুনিয়র ডাবলসে আরেকটি এবং অপরটি এ দিন পৃথকীর হাত ধরে। নর্থবেঙ্গল টেবল টেনিস সংস্থার সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষ বলেন, ‘‘এ দিন নিকিতা এবং জয়ব্রতকে কোয়ার্টারে ৩০২ গেমে হারতে হয়েছে। এটা কিছুটা ভাগ্যেরও ব্যাপার। ওরা সেমি ফাইনালে উঠলে একটা আশা ছিল। তবে আরও অনুশীলন দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন