শিবির শুরু বাংলার, দেখা নেই কোচের

রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য তিরিশ জন ক্রিকেটার নিয়ে শিবির শুরু করার কথা ছিল বাংলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০২:৫০
Share:

রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য তিরিশ জন ক্রিকেটার নিয়ে শিবির শুরু করার কথা ছিল বাংলার। দলের পক্ষে তেমনই জানানো হয়েছিল শনিবার। অথচ রবিবার দুপুরে তড়িঘড়ি রঞ্জি-প্রস্তুতির জন্য ২০ জন বেছে নেওয়া হল। তাঁদের নিয়ে সোমবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে বাংলার প্রস্তুতি শিবির। যেখানে উপস্থিত থাকবেন সিএবি-র ব্যাটিং উপদেষ্টা ভিভিএস লক্ষ্মণ। কিন্তু বাংলার কোচ সাইরাজ বাহুতুলে শহরেই এসে পৌঁছননি। অধিনায়ক মনোজ তিওয়ারিও শহরে নেই। তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই ২০ জনকে বেছে নেওয়া হল।

Advertisement

শনিবার সিএবি-র ক্রিকেট অপারেশনস ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছিলেন সম্ভাব্য তালিকায় থাকা ৩০ জনকে নিয়ে সোমবার থেকে শুরু হবে শিবির। বৃহস্পতিবার বা শুক্রবার ১৫ বা ১৬ জনের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। যা শুনে বাংলার প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘রঞ্জি ট্রফি শুরুর মাত্র দশ দিন আগে ৩০ জনকে নিয়ে অনুশীলন করার সিদ্ধান্ত মোটেই ঠিক না।’’ রবিবার দুপুরে সিএবি যুগ্মসচিব, নির্বাচকদের প্রধান পলাশ নন্দী ও জয়দীপকে ডেকে তড়িঘড়ি ২০ জনকে বেছে নেওয়া হয়। রঞ্জি ট্রফির জন্য যে ২০ জনকে বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও ধারণাই নেই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির। দিল্লি থেকে তিনি বলেন, ‘‘আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’’

রবিবার শহরে ছিলেন না সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। যুগ্মসচিব জানান, ‘‘মঙ্গলবার অথবা বুধবার বাংলার পারফরম্যান্স নিয়ে বৈঠক হবে। ডাকা হবে সাইরাজকে। প্রয়োজনে ফোনে ধরে নেওয়া হবে মনোজকেও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement