প্রস্তুতি টুর্নামেন্ট খেলার ফতোয়া সিনিয়রদের

ঘরোয়া মরসুমের প্রস্তুতি টুর্নামেন্টগুলিতে খেলতেই হবে— এ বার এমনই ফতোয়া জারি হতে চলেছে বাংলার তারকা ক্রিকেটারদের উদ্দেশে। গত বার রঞ্জি ট্রফি ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্টে বাংলার পারফরম্যান্স ভাল না হওয়ায় এ বার প্রস্তুতির উপর জোর দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিএবি।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৫
Share:

ঘরোয়া মরসুমের প্রস্তুতি টুর্নামেন্টগুলিতে খেলতেই হবে— এ বার এমনই ফতোয়া জারি হতে চলেছে বাংলার তারকা ক্রিকেটারদের উদ্দেশে। গত বার রঞ্জি ট্রফি ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্টে বাংলার পারফরম্যান্স ভাল না হওয়ায় এ বার প্রস্তুতির উপর জোর দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিএবি। সিনিয়র দলের দায়িত্বে যেহেতু অন্যতম যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায়, তাই তিনিই বাংলা দলের প্রস্তুতির যাবতীয় নীল নকশা তৈরি করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা নির্বাচকদের ডেকে জানিয়েও দেন তিনি। সেই অনুযায়ীই তাঁদের দল গড়তে বলে দেওয়া হয়েছে। সিনিয়র ক্রিকেটারদের যে প্রস্তুতি টুর্নামেন্টগুলিতে খেলতেই হবে, তা তাঁদের জানানোর নির্দেশও না কি এই বৈঠকেই দিয়েছেন সৌরভ। ভারতীয় টেস্ট দলে থাকা ঋদ্ধিমান সাহাকে অবশ্য এই তালিকার বাইরে রাখা হয়েছে। সিএবি সূত্রের খবর, ঘরোয়া মরসুমের প্রস্তুতির জন্য চেন্নাইয়ে বুচিবাবু ট্রফি, বেঙ্গালুরুতে কেএসসিএ-র টুর্নামেন্টে খেলার পাশাপাশি বাংলার দলকে শ্রীলঙ্কায় কয়েকটি ম্যাচ খেলার জন্য পাঠানো হতে পারে। ঘরের মাঠে চ্যালেঞ্জার টুর্নামেন্টও রয়েছে। বর্ষায় কলকাতায় ভিশন ২০২০-র শিবির করা সম্ভব নয় বলে চেন্নাইতে ভিশনের বোলিং কোচ টি এ শেখরের কাছে বাছাই করা কয়েকজন পেসারকে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। সে জন্য এ দিন নির্বাচকদের বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল বাংলার বোলিং কোচ রণদেব বসুকেও। তাঁকে শেখরের শিবিরে পেসারদের সঙ্গ দিতেও বলা হয়েছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন