বঙ্গযোদ্ধারা চার নম্বরে

উল্টে দেখুন, পাল্টে গিয়েছে। বৃহস্পতিবার প্রো-কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্সের ট্যাগ লাইন এটাই হতে পারে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:৩৮
Share:

তারকা সমাবেশ চলছেই। তফাতের মধ্যে বৃহস্পতিবার কবাডি যুদ্ধে হেরে গেল বাংলা (নীল জার্সি)।

উল্টে দেখুন, পাল্টে গিয়েছে।
বৃহস্পতিবার প্রো-কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্সের ট্যাগ লাইন এটাই হতে পারে!
বুধবার গোটা ম্যাচে পিছিয়ে থেকে শেষ বেলায় অভিষেক বচ্চনের দলকে নাটকীয় ভাবে হারিয়েছিলেন দীনেশ কুমাররা। বৃহস্পতিবার গোটা ম্যাচে এগিয়ে থেকে শেষ বেলায় ৩০-৩২ হারল বেঙ্গল ওয়ারিয়র্স। তবে বাংলা হারলেও, নেতাজি ইন্ডোরের তারকা সমাবেশ সবার মন জয় করে নিল। কোর্টে আবার সবচেয়ে বেশি নজর কাড়লেন জাং কুন লি। ম্যাচের সেরা এবং সেরা র‌্যাডারের পুরস্কারও জিতলেন তিনি। ম্যাচের পরে অধিনায়ক দীনেশ কুমার বলছিলেন, ‘‘এ দিন আমাদের ডিফেন্স একেবারেই খেলতে পারেনি। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমরা পরের ম্যাচগুলো খেলতে চাই।’’

Advertisement

Advertisement

ছবি: শঙ্কর নাগ দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement