প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বঙ্গযোদ্ধাদের পরীক্ষা

মঙ্গলবার মুম্বইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বঙ্গযোদ্ধাদের প্রতিপক্ষ গুজরাত ফরচুন জায়ান্টস। ‘জোন এ’-তে ৮৭ পয়েন্ট সংগ্রহ করে যাঁরা শীর্ষস্থানে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৪:৩৪
Share:

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এ বার প্রো-কবাডি লিগের পঞ্চম সংস্করণ শুরু করেছিল বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স। সেই লক্ষ্যে এ পর্যন্ত সঠিক পথেই হেঁটেছে কোচ কেকে জগদীশ-এর দল। ‘জোন বি’-তে ২২ ম্যাচের পর ৭৭ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে শীর্ষ স্থানেই রয়েছে কলকাতার দল।

Advertisement

মঙ্গলবার মুম্বইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বঙ্গযোদ্ধাদের প্রতিপক্ষ গুজরাত ফরচুন জায়ান্টস। ‘জোন এ’-তে ৮৭ পয়েন্ট সংগ্রহ করে যাঁরা শীর্ষস্থানে রয়েছে। চলতি টুর্নামেন্টে সুরজিৎ সিংহ-এর নেতৃত্বাধীন বেঙ্গল ওয়ারিয়র্স আক্রমণে তাদের তিন ‘রেইডার’ মনিন্দর সিংহ, জ্যান কুন লি ও প্রদীপ নারওয়াল-এর উপর ভিত্তি করে এগিয়েছে। তেমনই রক্ষমে সুরজিৎ সিংহ বড় ভরসা। ফাইনালে যাওয়ার জন্য এই চতুর্ভূজেই ভরসা রাখছে বঙ্গযোদ্ধারা।

টুর্নামেন্টে ‘বেঙ্গল ওয়ারিয়র্স’ তাদের দুরন্ত আক্রমণের জন্য অনেক ম্যাচেই দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে ম্যাচে ফিরে জয় হাসিল করে নিয়েছে। কোয়ালিফায়ার রাউন্ডের এই ম্যাচের আগেও বঙ্গযোদ্ধাদের কোচ কেকে জগদীশ আস্থা রাখছেন দলের আক্রমণের উপর। তাঁর কথায়, ‘‘আমাদের টিমের রেইডার-রা অন্য যে কোনও দলকেই বিপদে ফেলতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement