লড়াই: প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্সের অভিযান শুরু। ছবি: টুইটার।
কলকাতা ছাড়ার আগেই টিমের কোচ কেকে জগদীশ বলে গিয়েছিলেন, এ বারের প্রো-কবাডি লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছেন তাঁরা। ম্যাটে নেমেও সেই মনোভাবই দেখাল লিগে এ রাজ্যের দল বেঙ্গল ওয়ারিয়র্স।
বুধবার হায়দরাবাদে প্রথম ম্যাচে বঙ্গযোদ্ধারা হারাল টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী তেলুগু টাইটান্সকে। ম্যাচের ফল বঙ্গযোদ্ধাদের পক্ষে ৩০-২৪। টুর্নামেন্টে প্রথম ম্যাচে জিতলেও এ দিন বঙ্গযোদ্ধাদের কাছে হারের ফলে টানা চার ম্যাচে হারতে হল তেলুগু টাইটান্সকে। ম্যাচ জিতে বঙ্গযোদ্ধাদের কোচ কেকে জগদীশ বললেন, ‘‘এ বার আমাদের দলের লুকোনো তাস মনিন্দর সিংহ। গত দু’বছর এই টুর্নামেন্টে খেলেনি ও। ফলে অনেকেই ওর সম্পর্কে ভুলে গিয়েছিল। বুধবার টিম বাজিমাত করল মনিন্দরের আগ্রাসী রেইডগুলোর উপর ভরসা করেই।’’ এ দিন ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্গযোদ্ধারা। সবচেয়ে বেশি রেইড পয়েন্ট তুলে আনেন মনিন্দরই। এ দিন জেতায় ছয় দলের জোন ‘বি’-তে পাঁচ পয়েন্ট নিয়ে প়ঞ্চম স্থানে রইল বেঙ্গল ওয়ারিয়র্স। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রইল তেলুগু টাইটান্স। নাগপুরে বেঙ্গল ওয়ারিয়র্স-এর পরবর্তী ম্যাচ ৬ অগস্ট। প্রতিপক্ষ ইউপি যোদ্ধা।
আরও পড়ুন: মিতালিরা যেন বিরাটদের মত ‘লোভী’ না হয়! শোভার মন্তব্যে ঝড়