সুনীলের দাপটে শীর্ষে বেঙ্গালুরু

জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইন তাঁর অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন চিনে গিয়ে। সেই ঘটনা কী সুনীল ছেত্রীকে আরও জেদি করে তুলছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০৩:১৬
Share:

ভারত অধিনাযক সুনীল ছেত্রী।

পুণে এফসি ০ • বেঙ্গালুরু এফসি ৩

Advertisement

জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইন তাঁর অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন চিনে গিয়ে। সেই ঘটনা কী সুনীল ছেত্রীকে আরও জেদি করে তুলছে?

না হলে চিন থেকে ফিরেই কেন এমন ভয়ঙ্কর হয়ে উঠবেন বেঙ্গালুরু এফ সি-র স্ট্রাইকার। তাও আবার ক্লাবের জার্সিতে। সোমবার বালেওয়াড়িতে নেমেই পুণে এফ সি-র বিরুদ্ধে জোড়া গোল করলেন সুনীল। এবং তা দু’মিনিটের ব্যবধানে। পেতে পারতেন হ্যাটট্রিকও। অল্পের জন্য তাঁর ফ্রিকিক লক্ষ্যভ্রষ্ট হয়। সুনীলের দৌলতেই বেঙ্গালুরু লিগ শীর্ষে পৌঁছে গেল সোমবার রাতে। নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট এক হলেও (৭ পয়েন্ট) গোলপার্থক্যে এগিয়ে গেল কার্টেস কুদরেতের দল।

Advertisement

এমনিতে বাইরের মাঠে ম্যাচ জেতার ব্যাপারে সুনীল-উদান্তা সিংহদের দল বরাবরই সফল। শেষ নয় ম্যাচে সাতটিতে জিতেছে তাঁরা। পুণে এ বার ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভাল হয়নি। এখনও একটিও ম্যাচ জেতেনি তারা। তিনটে ম্যাচের মধ্যে দুটোতে হেরেছে, একটিতে ড্র করেছে। তবুও আশা করা গিয়েছিল নিজেদের মাঠে লড়াই দেবেন মার্সেলিনহোরা। ৪১ মিনিট পর্যন্ত মিগুয়েল পর্তুগালের পুণে সেই চেষ্টা করেওছিল। কিন্তু তাদের সব প্রতিরোধ দুমড়ে-মুচড়ে যায় বিরতির আগেই। আসাধারণ ক্ষিপ্রতায় সুনীল পর পর দু’গোল করে দেওয়ায় ম্যাচের লাগাম চলে যায় কার্টেস কুয়ার্দাতের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন