Sports News

খবর বিভ্রাটে নিলামে দল না পাওয়া হরপ্রীতকে নিল বেঙ্গালুরু

শেষ পর্যন্ত দল পেলেন খবর বিভ্রাটে দল না পাওয়া হরপ্রিত। হরপ্রীতকে দলে নিয়ে সরফরাজের আইপিএল-এ ফেরার রাস্তা পুরো বন্ধ করে দিল বেঙ্গালুরু। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে য়োগ দিলেন মধ্য প্রদেশের অল-রাউন্ডার হরপ্রিত সিংহ ভাটিয়াকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ২০:৪৯
Share:

হরপ্রীত সিংহ ভাটিয়া। ছবি: সংগৃহীত।

শেষ পর্যন্ত দল পেলেন খবর বিভ্রাটে দল না পাওয়া হরপ্রীত। হরপ্রীতকে দলে নিয়ে সরফরাজের আইপিএল-এ ফেরার রাস্তা পুরো বন্ধ করে দিল বেঙ্গালুরু। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে য়োগ দিলেন মধ্য প্রদেশের অল-রাউন্ডার হরপ্রীত সিংহ ভাটিয়াকে। চোটের জন্য বাইরে চলে যাওয়া সরফরাজ খানের পরিবর্ত হিসেবেই দলে নেওয়া হল তাঁকে বাকি আইপিএল মরসুমের জন্য।

Advertisement

আরও খবর: ভুল খবরে আইপিএল নিলাম থেকেই বাদ গেলেন হরপ্রীত সিংহ

দলের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলার সময় পায়ে চোট পান ১৯ বছরের সরফরাজ। শেষ ছ’টি ম্যাচের একটিতেও দেখা যায়নি সরফরাজকে। কিন্তু এমন খবরও ছিল না যে আর ফিরতেই পারবেন না সরফরাজ। কিন্তু হরপ্রীতকে দলে নিয়ে সেই বার্তাই দিয়ে দিল আরসিবি। বন্ধ হয়ে গেল সরফরাজের এই মরসুমের আইপিএল-এর দরজা। ফেব্রুয়ারিতে আইপিএল-এর নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি হরপ্রীতকে। যদিও তার আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান ছিল হরপ্রীতেরই দখলে। চার ম্যাচে উত্তরাঞ্চলের হয়ে ২১১ রান করেছিলেন তিনি। গড় ছিল ৫২.৭৫।

Advertisement

নিলামের সকালে হঠাৎ খবর আসে গাড়ি নিয়ে আন্ধেরি রেল স্টেশনের মধ্যে ঢুকে পড়েছেন এক ক্রিকেটার।গাড়ি নিয়ে স্টেশনে ঢুকে পড়া ক্রিকেটারের নাম ছিল হরমিত সিংহ। সেই হরমিত অতীতে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও। এমন কান্ড ঘটানোয় তাঁকে গ্রেফতারও করা হয়। নাম বিভ্রাটে তখন খবর প্রচার হয়ে যায়, আন্ধেরি রেল স্টেশনে গাড়ি নিয়ে ঢুকে পড়ে গ্রেফতার হয়েছেন হরপ্রীত সিংহ। টুইটারেও ছড়িয়ে পরে সেই খবর। পরদিন অবশ্য সেই খবর সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় হরপ্রীতের কাছে। কিন্তু ততক্ষণে নিলাম শেষে দল গুছিয়ে নিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনার কারণে ডাকা হয়নি হরপ্রীতকে। যদিও তাঁর কোনও দোষ ছিল না। যার ফল পেলেন কয়েকদিন পরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন