শাস্ত্রীর ইচ্ছেতেই বোলিং কোচের দৌড়ে ভরত

বোর্ডের এক কর্তা রবিবার বলেন, ‘‘শাস্ত্রী দলে পুরো সময়ের বোলিং কোচ চান আর জাহির খান এত সময় দিতে পারবে না। সে জন্যই এই ব্যবস্থা। জাহিরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০৫:১৯
Share:

শাস্ত্রীর নিজের পছন্দের পাত্র ভরত।

রবি শাস্ত্রীর ইচ্ছেমতো ভরত অরুণের বোলিং কোচ হয়ে ভারতীয় দলে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, প্রশাসকদের কমিটি রবি শাস্ত্রীর অনুরোধ মেনে নিয়ে ভারতীয় দলের এই প্রাক্তন পেসারকে পুরো সময়ের বোলিং কোচ করে আনতে রাজি হতে পারে। তা হলে শ্রীলঙ্কাতেও দলের সঙ্গে যেতে পারেন তিনি।

Advertisement

বোর্ডের এক কর্তা রবিবার বলেন, ‘‘শাস্ত্রী দলে পুরো সময়ের বোলিং কোচ চান আর জাহির খান এত সময় দিতে পারবে না। সে জন্যই এই ব্যবস্থা। জাহিরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি। যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।’’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, শাস্ত্রীর সঙ্গে জাহির বা রাহুল দ্রাবিড়, কারও সম্পর্কই খারাপ নয়। কিন্তু সাপোর্ট স্টাফ নিজের পছন্দেরই চান তিনি।

অর্থাৎ ব্যাপারটা অনেকটা এ রকমই হতে পারে যে, জাহির উপদেষ্টা হিসেবে যা পরামর্শ দেবেন, তা ঠিকমতো কার্যকর করার দায়িত্ব থাকবে বোলিং কোচের উপর। তিনিই হয়তো দেখবেন জাহিরের পরামর্শ বোলাররা ঠিকমতো মেনে বোলিং করছেন কি না। শাস্ত্রী নাকি এ রকমই একটা বোঝাপড়া চান বলে প্রশাসকদের প্রাথমিক ভাবে জানিয়েছেন। সোমবার তিনি প্রশাসকদের সঙ্গে যে বৈঠকে বসবেন, সেখানেও হয়তো তিনি একই কথা বলবেন। ব্যাটিং উপদেষ্টার ক্ষেত্রেও হয়তো একই রকম ব্যবস্থার কথা বলবেন তিনি।

Advertisement

আরও পড়ুন: মহাতারকা এই কমিটির ভবিষ্যৎ কী, উঠছে প্রশ্ন

ভরত ২০১৪-য় ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জো ডসের জায়গায়। ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। অনিল কুম্বলে আসার পরে এই দায়িত্ব থেকে সরতে হয় তাঁকে। এ বার শাস্ত্রী এসে কাকে বোলিং কোচ হিসেবে পান, সেটাই দেখার।

এ দিকে প্রশাসকদের কমিটি থেকে পদত্যাগ করা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ সরাসরি অভিযোগ করে বলেছেন, ‘‘ক্রিকেট উপদেষ্টা কমিটি রাহুল দ্রাবিড় ও জাহির খানের নাম সুপারিশ করা সত্ত্বেও তাদের নাম চূড়ান্ত করা হল না। এটা দুই ক্রিকেটারের পক্ষে চরম অপমানজনক। অনিল কুম্বলেকেও এর আগে যথেষ্ট অপমান করা হয়েছে। কুম্বলে, দ্রাবিড়, জাহিরের মতো ক্রিকেটারদের এ ভাবে সারা দেশের সামনে অপমান করা মোটেই উচিত হয়নি।’’ রামচন্দ্র গুহই প্রশাসকদের কমিটি থেকে পদত্যাগ করার সময় দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ এনেছিলেন। শুধু দ্রাবিড় নন, সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের স্বার্থসঙ্ঘাত নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনিই এখন দ্রাবিড়ের পাশে দাঁড়ানোয় অবাক অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন