দলের গঠনে বদলের ইঙ্গিত বোলিং কোচের

চলতি সিরিজে যে কম্বিনেশনে খেলছে ভারতীয় দল, বিশ্বকাপেও যে সে রকমই থাকবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। বলে দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ বি অরুণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০২:২৫
Share:

চলতি সিরিজে যে কম্বিনেশনে খেলছে ভারতীয় দল, বিশ্বকাপেও যে সে রকমই থাকবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। বলে দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ বি অরুণ। বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে নামার আগে এই কথাই জানিয়ে দিলেন তিনি। অরুণের বক্তব্য, ‘‘এই কম্বিনেশন যে বিশ্বকাপেও থাকবে আমাদের, তার কোনও মানে নেই।’’

Advertisement

বুধবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচ খেলতে নামছে ভারত, সেটাই বিশ্বকাপের আগে বিরাট কোহালিদের শেষ ম্যাচ। এর পরে ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে নামবেন সেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। তাই এই সিরিজেই হয়তো দলের চূড়ান্ত কম্বিনেশন মাঠে নামিয়ে দেখে নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। কিন্তু অরুণের এই বক্তব্যে সেই ধারণা পাল্টাতে পারে।

বোলিং কোচ বলেন, ‘‘দলের গঠন কেমন হবে, তা মোটামুটি ঠিকই আছে। কিন্তু বিশ্বকাপের আগে আমরা দেখে নিতে চাই কত রকমের রাস্তা আমাদের সামনে রয়েছে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় আমাদের কী করতে হবে, এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েই ওখানে যেতে চাই। বিভিন্ন পরিস্থিতিতে কাকে কী ভাবে কাজে লাগানো যেতে পারে, তা আমাদের বুঝতে হবে, যাতে দলে ভারসাম্য আনা যেতে পারে।’’ পরপর দু’টি ম্যাচে ভারতীয় বোলাররা তিনশোর উপর রান দিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। এই প্রসঙ্গ উঠলে অরুণ বলেন, ‘‘আমাদের সাফল্যের হার দেখুন, তা প্রায় ৭৫ শতাংশ। একটা দলের পক্ষে এটা যথেষ্ট। এগুলো (৩০০-র উপর রান দেওয়া) হতেই পারে। এই সময়ে এমন হয়ে ভালই হয়েছে। কারণ, এতে ঠিকমতো বোঝা গিয়েছে, বিশ্বকাপের আগে আর কী কী বিষয়ে আমাদের শোধরাতে হবে।’’ পাশাপাশি চতুর্থ ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঢেউ ওঠার পরে অরুণ বলেছেন, ‘‘ধোনির সঙ্গে ঋষভের তুলনা করা ঠিক হবে না। ধোনি এক জন কিংবদন্তি। উইকেটের পিছনে ধোনির পারফরম্যান্স অনবদ্য।’’

Advertisement

মোহালিতে অ্যাশটন টার্নার ৪৩ বলে ৮৪ রান করে দলকে ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে দেন। কোহালি অতিরিক্ত শিশির পড়াকে এর কারণ হিসেবে ব্যাখ্যা করলেও অরুণ বলছেন, বোলাররা ঠিকমতো পরিকল্পনা কাজে লাগাতে না পারায় এটা হয়েছে। বলেন, ‘‘কোনও অজুহাত দিতে চাই না। শিশির তো খেলারই অঙ্গ। এর সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে। কিন্তু আমরা ওর (টার্নার) জন্য যে পরিকল্পনা নিয়েছিলাম, সেই অনুযায়ী বোলিং করতে পারিনি। এর পরে একই রকম পরিস্থিতি এলে আশা করি, আমরা ভাল খেলব। ইংল্যান্ডে আবহাওয়ার কথাও মাথায় রাখতে হবে। পরিবেশের সঙ্গে মানানসই কম্বিনেশন তৈরি করতে

হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন