Sports News

কার সঙ্গে ডেটিংয়ে গেলেন ভুবনেশ্বর?

কী করছেন ভুবনেশ্বর কুমার? আইপিএল-এর এখনও পর্যন্ত পার্পল ক্যাপের দাবীদার তিনিই। কিন্তু এর মাঝেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে চমক তো দিলেনই সঙ্গ রেখে গেলেন এক প্রস্থ সংশয়। তার পর সেই কানাঘুঁষোকেও ওড়ালেন নিজের ইয়র্কারেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১৯:১১
Share:

কী করছেন ভুবনেশ্বর কুমার? আইপিএল-এর এখনও পর্যন্ত পার্পল ক্যাপের দাবীদার তিনিই। কিন্তু এর মাঝেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে চমক তো দিলেনই সঙ্গ রেখে গেলেন এক প্রস্থ সংশয়। তার পর সেই কানাঘুঁষোকেও ওড়ালেন নিজের ইয়র্কারেই। তা বলে কী আর তাঁর ভক্তদের মন থেকে সরে গেলে তাঁকে নিয়ে উৎসাহ? মোটেও নয়।

Advertisement

কী হয়েছিল আসল ঘটনা?

আরও খবর: কুলভূষণ নিয়ে লিখে টুইটারে ট্রোলড সহবাগ-কাইফ

Advertisement

১১ মে ইন্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন ভুবনেশ্বর কুমার। যে ছবি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে উল্টোদিকের চেয়ারে কেউ রয়েছেন। কিন্তু তাঁকে কেটেই শুধু নিজের ছবি পোস্ট করেন ভুবনেশ্বর। সঙ্গে লেখেন ‘ডিনার ডেট। পুরো ছবি দ্রুত আসছে’। যা দেখে সংশয় আরও বেড়ে যায়। এমনতিই অনেক আগে থেকে তাঁর সঙ্গে তেলুগু নায়িকা অনুস্মৃতি সরকারের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। এ বার সকলেই ধরে নিয়েছে উল্টোদিকের চেয়ারে ছিলেন অনুস্মৃতিই। আগেও এই বিষয়টা অস্বীকার করেছিলেন তিনি। এদিনও স্বীকার করেননি। এর পর ভুবনেশ্বর ইনস্টাগ্রামেই লেখেন, ‘‘তাঁর সঙ্গে ডেটিং করার খবর সম্পূর্ণ মিথ্যে। এটা জেনে নিন, আপনারা যার কথা ভাবছেন সেটা ও নয়! দয়া করে এই সব ছড়াবেন না। আমি নিজেই যখন সময় আসবে জানিয়ে দেব।’’

😊 😉

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement