Sports News

ফুটবলের পরের বছরই হকি বিশ্বকাপ ভারতে

২০১৭তে যুব ফুটবল বিশ্বকাপ। তার সঙ্গেই বিশ্ব হকির সব থেকে বড় দুটো ইভেন্টের আসরও বসতে চলেছে ভারতে। আর বিশ্ব হকির ইভেন্ট মানেই ভুবনেশ্বর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৬:২৩
Share:

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম।

২০১৭তে যুব ফুটবল বিশ্বকাপ। তার সঙ্গেই বিশ্ব হকির সব থেকে বড় দুটো ইভেন্টের আসরও বসতে চলেছে ভারতে। আর বিশ্ব হকির ইভেন্ট মানেই ভুবনেশ্বর। ২০১৭ মেনস হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালের পর ২০১৮তে একই ভেন্যুতে বসতে চলেছে মেনস হকি ওয়ার্ল্ড কাপের আসরও। আগে থেকেই জানা ছিল কিন্তু অফিশিয়ালি সোমবার সবুজ সঙ্কেত পেল হকি ইন্ডিয়া।

Advertisement

আরও খবর: যুব বিশ্বকাপের ফাইনাল কলকাতায়

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এর আগে হকির একটিই বড় ইভেন্ট আয়োজন করেছে। ২০১৪ সালের মেনস হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ ছাড়া হকি ইন্ডিয়া লিগে কলিঙ্গ ল্যান্সার্সের হোম গ্রাউন্ড এই কলিঙ্গ স্টেডিয়াম। যা খবর তাতে ওয়ার্ল্ড লিগ ফাইনাল হবে এই বছরেরই ১-১০ ডিসেম্বর। বিশ্বকাপের দিন এখনও ঠিক হয়নি। বিশ্ব হকি ফেডারেশনের প্রেসিডেন্ট নারিন্দর বাত্রা বলেন, ‘‘ভুবনেশ্বর এমন একটা শহর যারা বিশ্ব হকির ইভেন্টকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত। এখানে হকি ফ্যানরা খুবই প্যাসনেট। খেলার জন্য দারুণ পরিবেশ। অতীতে এখানে বড় ইভেন্ট আয়োজন করে সাফল্য এসেছে। পুরো বিশ্বের হকি ফ্যানদের এখানে আসার জন্য অনুরোধ জানাব।’’

Advertisement

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকও এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘এটা ঘোষণা করতে ভাল লাগছে যে ওড়িশা বড় দুটো হকির ইভেন্ট আয়োজন করতে চলেছে। অনেক বছর ধরেই ভুবনেশ্বর হকির বড় ইভেন্ট আয়োজন করে আসছে। আবার এমন ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা আপ্লুত।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা খুশি হকি ইন্ডিয়া ও এফআইএইচ এত বড় ইভেন্টের জন্য আমাদেরকে বেছে নিয়েছে। আর আমার বিশ্বাস যারা এখানে আসবে সকলেই উপভোগ করবে। আমরা সেই মতই কাজ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন