দু’চাকা নিয়ে ডুয়েল ধোনি-গফে

সে যুগ হলে হয়তো ডুয়েল-ই লড়ে ফেলতেন দু’জনে! কিন্তু এ যুগে বাইক থাকতে বন্দুকের কী কাজ। তাই মোটরবাইকের মেক আর সিলিন্ডার-শক্তি নিয়েই জমে গেল যুদ্ধ। এক জনের হেলিকপ্টার শটের পাল্টা অন্য জনের বাউন্সার। তাতে আবার প্রথম জনের ওভার বাউন্ডারি! দুই বাইকবাজ, মহেন্দ্র সিংহ ধোনি আর ড্যারেন গফের এই যুদ্ধ নিয়ে দিনভর মেতে রইল টুইটার দুনিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪০
Share:

এর আগে একই ভাবে প্রোফাইল ছবি পাল্টেছিলেন নরেন্দ্র মোদী ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। এ বার সেই আহ্বানে সাড়া দিয়ে তেরঙ্গা প্রোফাইল ছবি ধোনিরও। ছবি: ফেসবুক

সে যুগ হলে হয়তো ডুয়েল-ই লড়ে ফেলতেন দু’জনে! কিন্তু এ যুগে বাইক থাকতে বন্দুকের কী কাজ। তাই মোটরবাইকের মেক আর সিলিন্ডার-শক্তি নিয়েই জমে গেল যুদ্ধ। এক জনের হেলিকপ্টার শটের পাল্টা অন্য জনের বাউন্সার। তাতে আবার প্রথম জনের ওভার বাউন্ডারি!
দুই বাইকবাজ, মহেন্দ্র সিংহ ধোনি আর ড্যারেন গফের এই যুদ্ধ নিয়ে দিনভর মেতে রইল টুইটার দুনিয়া।
প্রথম টুইটটা ধোনিই করেছিলেন। নিজের পুরনো সুজুকি শোগান বাইকের ছবি দিয়ে লেখেন, ‘‘কে কে একমত যে দুই স্ট্রোকের এক সিলিন্ডার বাইকের মধ্যে এটাই সবচেয়ে এক্সাইটিং! আমারটা দ্রুত মেরামত করে ফেলতে হবে।’’ তাতে নিজের ডুকাটির ছবি টুইট করে গফ টিপ্পনি কাটেন, ‘‘এটার মতো তত ভাল নয়।’’
মোটরবাইক ধোনির প্রথম প্রেম। সেই প্রেমে ধাক্কা! তবে প্রাক্তন ইংল্যান্ড পেস তারকার এমন পাল্টায় ক্যাপ্টেন কুল মেজাজ হারাবেন, তা কি হয়? ধোনির বাড়িতে যত বাইক রয়েছে, তা দিয়ে প্রায় আস্ত একটা সংগ্রহশালাই করে ফেলা যাবে। সেই সংগ্রহ থেকে নিজের হার্লে ডেভিডসনে চড়া একটা ছবি দিয়ে ভারতের ওয়ান ডে অধিনায়ক লেখেন, ‘‘তুমি ঠিকই বলেছ বন্ধু, এটা আরও ভাল।’’ অবশ্য গফও দমবার পাত্র নন। পাল্টা লেখেন, ‘‘একদম হাড্ডাহাড্ডি লড়াই। আমার ডুকাটি বনাম তোমার হার্লে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement