Sports News

মেরি, সচিন, ধোনি, আজহারের পর এ বার গোপীচন্দের বায়োপিক

গোপীচন্দকে নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী নির্দেশক প্রবীণ সাত্তারু। বায়োপিকের নামও ঠিক হয়েছে ‘পুলেল্লা গোপীচন্দ’। ক্রিকেট, বক্সিংয়ের পর এই প্রথম কোনও ব্যাডমিন্টন খেলোয়াড়ের বায়োপিক তৈরি হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ১৮:২১
Share:

ফাইল চিত্র।

গোপীচন্দকে নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী নির্দেশক প্রবীণ সাত্তারু। বায়োপিকের নামও ঠিক হয়েছে ‘পুলেল্লা গোপীচন্দ’। ক্রিকেট, বক্সিংয়ের পর এই প্রথম কোনও ব্যাডমিন্টন খেলোয়াড়ের বায়োপিক তৈরি হচ্ছে।

Advertisement

কী ভাবে গোপীচন্দ লড়াই করে এক জন খেলোয়াড় থেকে কোচ হলেন সেই গল্প তুলে ধরা হবে এই বায়োপিকে। এমনকী তাঁর চলার পথে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটাও রাখা হবে বলে জানিয়েছেন প্রযোজক অভিষেকা নামা।

আগামী নভেম্বরে বায়োপিকের শুটিং শুরু হবে। শুটিং হবে হায়দরাবাদ, লখনউ, বেঙ্গালুরু এবং বার্মিংহামে।

Advertisement

প্রযোজক অভিষেক নামা জানিয়েছেন, গত ১৮ মাস ধরে এই স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন তাঁরা। গোপী স্ক্রিপ্ট দেখেছেন। সব কিছু ঠিক রয়েছে বলে জানিয়েছেন গোপী। নামা আরও জানান, রিও অলিম্পিকের সাফল্য এই বায়োপিকের গুরুত্ব আরও বাড়াবে।

গোপীর ভূমিকায় কে অভিনয় করছেন?

নির্দেশক জানান, সুধীর বাবু গোপীচন্দে ভূমিকায় অভিনয় করবেন। তিনি নিজেও এক জন প্রাক্তন ব্যা়মিন্টন খেলোয়াড়। গোপীর সঙ্গেই প্রকাশ পাড়ুকোনের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন।

যিনি গোপীচন্দের ভূমিকায় অভিনয় করবেন, সেই সুধীরবাবু কী বলেছেন?

তিনি বলেন, “গোপীর ভূমিকায় অভিনয় করার জন্য আমাকে বিশেষ কসরত করতে হবে না। ওঁকে আমি খুব কাছ থেকে দেখেছি। তবে নিজেকে ওঁর মতো লুক দিতে হবে।”

আরও খবর...

আমি তৃপ্ত, একটা পদক নিয়ে যাচ্ছি দেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement