শ্রীলঙ্কা সিরিজে বিরাটকে বিশ্রাম

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিনটি টি-টোয়েন্টির সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ফর্মে থাকা বিরাট গত অক্টোবর থেকে জানুয়ারি চার মাসে চারটি টেস্ট, দশটি ওয়ান ডে আর পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন।

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১১
Share:

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিনটি টি-টোয়েন্টির সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ফর্মে থাকা বিরাট গত অক্টোবর থেকে জানুয়ারি চার মাসে চারটি টেস্ট, দশটি ওয়ান ডে আর পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন অলরাউন্ডার পবন নেগি। আইপিএলে চেন্নাই সুপার কিংগসের হয়ে খেলা নেগি মুস্তাক আলি ট্রফিতে নয় ম্যাচে ৩৩.৬৬ গড়ে ছয় উইকেট আর লোয়ার অর্ডারে নেমে ১৭৩ রান করেন। ডাক পেয়েছেন সিডনি ওয়ান ডে-তে সেঞ্চুরি করা মণীশ পাণ্ডে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না থাকা পেস বোলার ভুবনেশ্বর কুমারও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি পুণেতে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে রাঁচি (১২ ফেব্রুয়ারি) ও বিশাখাপত্তনমে (১৪ ফেব্রুয়ারি)। ঘোষিত দল: ধোনি (ক্যাপ্টেন), রোহিত, ধবন, রাহানে, মণীশ, রায়না, যুবরাজ, হার্দিক, জাডেজা, অশ্বিন, বুমরাহ, নেহরা, হরভজন, ভুবনেশ্বর, নেগি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement