মহমেডান কোচের দৌড়ে বিশ্বজিৎ

ফের ময়দানে বড় দলের কোচিংয়ে ফিরতে পারেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সব কিছু ঠিকঠাক চললে আগামী মরসুমে মহমেডানের কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৩:৩৫
Share:

ফের ময়দানে বড় দলের কোচিংয়ে ফিরতে পারেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সব কিছু ঠিকঠাক চললে আগামী মরসুমে মহমেডানের কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

বিশ্বজিৎ ভট্টাচার্যও বলছেন, ‘‘মহমেডান কর্তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে এর বেশি এখনই কিছু বলছি না।’’ যদিও সাদা-কালো শিবির সূত্রেই খবর, বিশ্বজিৎকে কোচ করার ব্যাপার অনেকটাই এগিয়ে গিয়েছেন তাঁরা। ঘোষণার ব্যাপারটাই বাকি। আগামী কয়েক দিনের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে।

মহমেডানের অন্যতম শীর্ষকর্তা ইকবাল আমেদও বিশ্বজিতের সঙ্গে তাঁদের আলোচনার কথা স্বীকার করে বলছেন, ‘‘কথাবার্তা হয়েছে বিশ্বজিতের সঙ্গে। কোচের দৌড়ে ক্লাব কর্তাদের অনেকেরই পছন্দের প্রার্থী।’’

Advertisement

মহমেডানে এর আগে কোচিং করিয়েছেন বিশ্বজিৎ। সাদা-কালো শিবির আগামী মরসুমে কলকাতা লিগে ভাল ফল করতে চায়। আর তার জন্য বিশ্বজিৎ-ই তাঁদের প্রথম পছন্দ। গত বছর ইস্টবেঙ্গলের কোচ হয়ে কলকাতা লিগ জিতেছিলেন বিশ্বজিৎ। তাঁর সময়েই টানা ছ’বার কলকাতা লিগ জিতে সত্তর দশকের পুরনো রেকর্ড সম্পর্শ করেছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগ এবং আই লিগের ডার্বিও জিতেছিলেন তিনি। সাদা-কালো শিবির সূত্রে খবর, চলতি বছরে কলকাতা লিগে ভাল ফল করতে চান তাঁরা। তাই মরসুমের শুরুতেই কোচের নাম জানিয়ে দিতে চান তাঁরা। জুলাইয়ের শেষে শুরু হওয়ার কথা কলকাতা লিগ। তাতে ভাল ফল করতে বিশ্বজিতের উপর ভরসা রাখতে চান মহমেডান কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement