আট বছরের নির্বাসনের বিরুদ্ধে লড়তে ফিফা অ্যাপিলস কমিটির শুনানিতে হাজির হলেন সেপ ব্লাটার এবং মিশেল প্লাতিনি। জুরিখে ফিফার হেডকোয়ার্টারে শুনানির পরে প্লাতিনি বলেন, ‘‘ফুটবল পরিবারের লোকজন আমাকে জিজ্ঞাসাবাদ করলেন। দেখা যাক এখন কী হয়।’’ প্রসঙ্গত, দশ দিন পরেই ফিফা প্রেসিডেন্টের নির্বাচন।