দ্রুত সুস্থ হতে চান বোপান্না

ডাবলস বিশেষজ্ঞ বোপান্না গত উইম্বলডনের পরে চোটের কারণে আর খেলতে পারেননি। যদি রজার্স কাপ থেকে বোপান্না নাম প্রত্যাহার করে নেন, তা হলে উইম্বলডনের পরে কোনও টুর্নামেন্টে না খেলেই সরাসরি এশিয়ান গেমসে খেলতে নামবেন ভারতের এই টেনিস খেলোয়াড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৪:৪১
Share:

রোহান বোপান্না।

এশিয়ান গেমসে ম্যাচ ফিট হয়ে নামতে চান। তাই আসন্ন রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না।

Advertisement

ডাবলস বিশেষজ্ঞ বোপান্না গত উইম্বলডনের পরে চোটের কারণে আর খেলতে পারেননি। যদি রজার্স কাপ থেকে বোপান্না নাম প্রত্যাহার করে নেন, তা হলে উইম্বলডনের পরে কোনও টুর্নামেন্টে না খেলেই সরাসরি এশিয়ান গেমসে খেলতে নামবেন ভারতের এই টেনিস খেলোয়াড়। চোটের কারণে গত কয়েক সপ্তাহে তিনটি টুর্নামেন্টে খেলতে পারেননি বোপান্না। যার মধ্যে একটিতে তাঁর খেলার কথা ছিল দ্বিবীজ শরণের সঙ্গে। এই দ্বিবীজকে সঙ্গে নিয়েই এশিয়ান গেমসে বোপান্নার পুরুষদের ডাবলসে নামার কথা। বোপান্না বলছেন, ‘‘চোট পাওয়ার পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছি। চিকিৎসকরা তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলেছিলেন। শনিবার থেকে ফের অনুশীলনে নামলাম। রবিবার বিকেল থেকে বল মারা শুরু করলাম। মঙ্গলবার থেকে সার্ভিস অনুশীলন শুরু করব। তার পরেই বলতে পারব পরবর্তী সিদ্ধান্ত কী হবে।’’

টরোন্টোয় রজার্স কাপ চলবে ৩-১২ অগস্ট। ১৮ অগস্ট থেকে শুরু হবে এশিয়ান গেমস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement