Cheteshwar Pujara

কী হে, তোমার কি এখনও একঘেয়ে লাগছে না? পূজারাকে প্রশ্ন লায়নের

চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত ৪৫৮ রান তুলে সর্বাধিক রানসংগ্রহকারী সৌরাষ্ট্রের ক্রিকেটারই। বৃহস্পতিবার ১৩০ রানে অপরাজিত রয়েছেন তিনি। যে ছন্দে খেলছেন, তাতে শুক্রবার আরও বড় রানে পৌঁছতেই পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৫:১১
Share:

লায়নদের বিরুদ্ধে ফের দাপট দেখালেন পূজারা।

নতুন বছরেরও স্লেজিং ফিরল বর্ডার-গাওস্কর ট্রফিতে। তবে মজার মোড়কে। সিডনি টেস্টের প্রথম দিন ভারতের চেতেশ্বর পূজারাকে করা নেথান লায়নের মন্তব্য যেমন। যা আদতে স্লেজিং হয়েও হাস্যরস পরিবেশন করছে।

Advertisement

বল করার সময় বোলিং মার্কে ফিরতে ফিরতে পূজারাকে বললেন লায়ন, “কী ব্যাপার, তোমার কি এখনও একঘেয়ে লাগছে না?” স্টাম্প মাইক্রোফোনে যা ধরা পড়ে। লায়নের মন্তব্য শুনে হেসে ফেলেন পূজারা। সোশ্যাল মিডিয়াতেও লায়নের এই মন্তব্য হাসির খোরাক আনছে। যাতে ফুটে উঠছে পূজারার ইনিংসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হতাশা।

চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত ৪৫৮ রান তুলে সর্বাধিক রানসংগ্রহকারী সৌরাষ্ট্রের ক্রিকেটারই। বৃহস্পতিবার ১৩০ রানে অপরাজিত রয়েছেন তিনি। যে ছন্দে খেলছেন, তাতে শুক্রবার আরও বড় রানে পৌঁছতেই পারেন। সিরিজে এর মধ্যেই তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বোঝাই যাচ্ছে, ব্যাট করতে পূজারার একঘেয়ে না লাগলেও তাঁকে বল করতে রীতিমতো একঘেয়েমিতে ভুগছেন লায়নরা।

Advertisement

আরও পড়ুন: সিরিজে পূজারার তৃতীয় সেঞ্চুরি, মায়াঙ্কের ৭৭, প্রথম দিনেই অ্যাডভান্টেজ ভারত​

আরও পড়ুন: ফের ব্যর্থ লোকেশ রাহুল, টুইটারে সমালোচনার ঝড়

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement