Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sydney Test

সিরিজে পূজারার তৃতীয় সেঞ্চুরি, মায়াঙ্কের ৭৭, প্রথম দিনেই অ্যাডভান্টেজ ভারত

সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত সিডনি টেস্টের প্রথম দিনে দাপট দেখানোর অবস্থায়। স্কোরবোর্ডে উঠে গিয়েছে ৩০৩ রান। হাতে রয়েছে ছয় উইকেট। ক্রিজে থাকা চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীকেও দেখাচ্ছে আগ্রাসী। অস্ট্রেলিয়ার ঘাড়ে বড় রানের বোঝা চাপানোই লক্ষ্য ভারতীয় শিবিরের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৩:৫১
Share: Save:
০১ ১২
সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত সিডনি টেস্টের প্রথম দিনে দাপট দেখানোর অবস্থায়। স্কোরবোর্ডে উঠে গিয়েছে ৩০৩ রান। হাতে রয়েছে ছয় উইকেট। ক্রিজে থাকা চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীকেও দেখাচ্ছে আগ্রাসী। অস্ট্রেলিয়ার ঘাড়ে বড় রানের বোঝা চাপানোই লক্ষ্য ভারতীয় শিবিরের।

সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত সিডনি টেস্টের প্রথম দিনে দাপট দেখানোর অবস্থায়। স্কোরবোর্ডে উঠে গিয়েছে ৩০৩ রান। হাতে রয়েছে ছয় উইকেট। ক্রিজে থাকা চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীকেও দেখাচ্ছে আগ্রাসী। অস্ট্রেলিয়ার ঘাড়ে বড় রানের বোঝা চাপানোই লক্ষ্য ভারতীয় শিবিরের।

০২ ১২
গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। লোকেশ রাহুলকে নেওয়া হয়েছিল রোহিতের জায়গায়। রবীন্দ্র জাডেজার সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে প্রথম একাদশে এলেন কুলদীপ যাদব।

গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। লোকেশ রাহুলকে নেওয়া হয়েছিল রোহিতের জায়গায়। রবীন্দ্র জাডেজার সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে প্রথম একাদশে এলেন কুলদীপ যাদব।

০৩ ১২
মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘ দিনের প্রিয় বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।

মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘ দিনের প্রিয় বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।

০৪ ১২
লাঞ্চের আগে পূজারা-ময়াঙ্ক জুটিকে রীতিমতো পরীক্ষা দিতে হয় স্টার্ক-কামিন্সদের শর্ট বলের সামনে। মায়াঙ্ক-পূজারার হেলমেটেও লাগে বল। একবার তো পূজারার পরিচর্যার জন্য ফিজিওকে ডাকতে হয়।

লাঞ্চের আগে পূজারা-ময়াঙ্ক জুটিকে রীতিমতো পরীক্ষা দিতে হয় স্টার্ক-কামিন্সদের শর্ট বলের সামনে। মায়াঙ্ক-পূজারার হেলমেটেও লাগে বল। একবার তো পূজারার পরিচর্যার জন্য ফিজিওকে ডাকতে হয়।

০৫ ১২
মায়াঙ্কের জন্যও শর্টপিচ ডেলিভারি করে চলেছিল অস্ট্রেলিয়ার পেসাররা। একবার তাঁর হেলমেটে লাগে বল। হেলমেট পাল্টাতে বাধ্য হন তিনি। কিন্তু তাতে না ঘাবড়ে নিজের মেজাজে ব্যাট করে গেলেন কর্নাটকি।

মায়াঙ্কের জন্যও শর্টপিচ ডেলিভারি করে চলেছিল অস্ট্রেলিয়ার পেসাররা। একবার তাঁর হেলমেটে লাগে বল। হেলমেট পাল্টাতে বাধ্য হন তিনি। কিন্তু তাতে না ঘাবড়ে নিজের মেজাজে ব্যাট করে গেলেন কর্নাটকি।

০৬ ১২
লাঞ্চ বিরতিতে ২৪ ওভারে এক উইকেট হারিয়ে ৬৯ ছিল ভারতের স্কোর। মায়াঙ্ক খেলছিলেন ৪২ রানে। পূজারা খেলছিলেন ১৬ রানে। বড় ইনিংসের ভিত ওখানেই গড়েছিলেন দু’জনে। তুলনায় বেশি আগ্রাসী ছিলেন মায়াঙ্ক।

লাঞ্চ বিরতিতে ২৪ ওভারে এক উইকেট হারিয়ে ৬৯ ছিল ভারতের স্কোর। মায়াঙ্ক খেলছিলেন ৪২ রানে। পূজারা খেলছিলেন ১৬ রানে। বড় ইনিংসের ভিত ওখানেই গড়েছিলেন দু’জনে। তুলনায় বেশি আগ্রাসী ছিলেন মায়াঙ্ক।

০৭ ১২
মায়াঙ্কের পঞ্চাশ আসে লাঞ্চের পর। ৯৬ বলে ছয় বাউন্ডারির সাহায্যে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় পঞ্চাশে পৌঁছন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতরান করেছিলেন তিনি।

মায়াঙ্কের পঞ্চাশ আসে লাঞ্চের পর। ৯৬ বলে ছয় বাউন্ডারির সাহায্যে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় পঞ্চাশে পৌঁছন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতরান করেছিলেন তিনি।

০৮ ১২
দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক-পূজারা যোগ করেন ১১৬ রান। ৭৭ রানে নেথান লায়নকে মারতে গিয়ে মিচেল স্টার্ককে ক্যাচ দেন মায়াঙ্ক। মেলবোর্নে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৬। এদিনও সেঞ্চুরির সুযোগ হারালেন তিনি।

দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক-পূজারা যোগ করেন ১১৬ রান। ৭৭ রানে নেথান লায়নকে মারতে গিয়ে মিচেল স্টার্ককে ক্যাচ দেন মায়াঙ্ক। মেলবোর্নে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৬। এদিনও সেঞ্চুরির সুযোগ হারালেন তিনি।

০৯ ১২
তৃতীয় উইকেটে বিরাট কোহালির সঙ্গে ৫৪ রান যোগ করেন পূজারা।। হেজলেউডের বলে উইকেটকিপার টিম পেনকে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। করেন ২৩। বড় রানের সুযোগ নষ্ট করলেন তিনিও।

তৃতীয় উইকেটে বিরাট কোহালির সঙ্গে ৫৪ রান যোগ করেন পূজারা।। হেজলেউডের বলে উইকেটকিপার টিম পেনকে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। করেন ২৩। বড় রানের সুযোগ নষ্ট করলেন তিনিও।

১০ ১২
এরপর অজিঙ্ক রাহানে ফেরেন ১৮ রানে। ২২৮ রানে পড়ে ভারতের চতুর্থ উইকেট। কিন্তু, পূজারাকে টলানো যায়নি। দুরন্ত ছন্দে ব্যাটিং করতে থাকেন তিনি। একের পর এক স্ট্রোক বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে।

এরপর অজিঙ্ক রাহানে ফেরেন ১৮ রানে। ২২৮ রানে পড়ে ভারতের চতুর্থ উইকেট। কিন্তু, পূজারাকে টলানো যায়নি। দুরন্ত ছন্দে ব্যাটিং করতে থাকেন তিনি। একের পর এক স্ট্রোক বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে।

১১ ১২
কেরিয়ারের ১৮তম সেঞ্চুরিতে পৌঁছে উচ্ছ্বসিত দেখায় পূজারাকে। এর আগে  অ্যাডিলেড ও মেলবোর্নেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সিরিজে এটা তাঁর তৃতীয় শতরান। দিনের শেষে ১৩০ রানে নট আউট তিনি।

কেরিয়ারের ১৮তম সেঞ্চুরিতে পৌঁছে উচ্ছ্বসিত দেখায় পূজারাকে। এর আগে অ্যাডিলেড ও মেলবোর্নেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সিরিজে এটা তাঁর তৃতীয় শতরান। দিনের শেষে ১৩০ রানে নট আউট তিনি।

১২ ১২
হনুমা বিহারীকেও ইতিবাচক দেখাল আগাগোড়া। ওপেনিং থেকে নেমে এসে ছয় নম্বরে আগাগোড়া আক্রমণাত্মক থাকলেন তিনি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে পূজারা-হনুমা যোগ করেছেন ৭৫ রান।

হনুমা বিহারীকেও ইতিবাচক দেখাল আগাগোড়া। ওপেনিং থেকে নেমে এসে ছয় নম্বরে আগাগোড়া আক্রমণাত্মক থাকলেন তিনি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে পূজারা-হনুমা যোগ করেছেন ৭৫ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE