যাঁর খোঁজে ইডির এই হানা, তিনি অবশ্য অনেক আগেই বিদেশে পিঠটান দিয়েছেন। তিনি অর্থ পাচার মামলার সঙ্গে জড়িত মূলচক্রী রাও ইন্দ্রজিৎ যাদব। গত বছর (২০২৪ সালে) রোহতকের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগও রয়েছে রাওয়ের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হত্যা মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ার পরই তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে গা ঢাকা দিয়েছেন।
রাও ইন্দ্রজিৎ যাদব ‘জেম রেকর্ডস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত একটি সঙ্গীত সংস্থার মালিক। এই সংস্থাটি মূলত ‘জেম টিউনস’ নামে মধ্য ও পশ্চিম ভারতে বহুল পরিচিত। ২০০৬ সালে তৈরি হওয়া ‘জেম টিউনস’ একটি ভিডিয়ো-অন-ডিমান্ডের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এই সংস্থাটি পঞ্জাবি, হিন্দি, হরিয়ানার আঞ্চলিক ভাষায় গান তৈরি করে। প্রচারও করে।
অপরাধজগতের সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও সমাজমাধ্যমে স্বচ্ছন্দে বিচরণ করেন রাও। বলিউডের একাধিক তারকার সঙ্গে ওঠাবসা ছিল তাঁর। এমনকি একটি ছবিতে সলমন খানের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর বিলাসবহুল জীবনযাত্রার পাশাপাশি সেলিব্রিটিদের সঙ্গে নানা ছবিও পোস্ট করতেন এই ব্যবসায়ী। তদন্তকারী আধিকরিকদের অভিযোগ, জনসমক্ষে আসা এই ছবির আড়ালে রাও সংগঠিত অপরাধের সঙ্গে গভীর ভাবে জড়িত ছিলেন।
সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিয়োয় উঠে এসেছে রাওয়ের বিত্তশালী জীবনের ঝলক। চোখে রোদচশমা, চারটি আঙুলে মোটা মোটা সোনার আংটি, ধোপদুরস্ত পোশাক পরে হেঁটে এসে গাড়িতে চড়ছেন তিনি। বেগনি রঙের ঝাঁ-চকচকে একটি পোর্শে গাড়িতে উঠে বসতে দেখা গিয়েছে তাঁকে। সেই গাড়িটির দাম কয়েক কোটি টাকা। সেই ভিডিয়োর পটভূমিকায় দেখা গিয়েছে একটি সুদৃশ্য বাংলোও।
বিবাদ মিটিয়ে ফেলার জন্য হুমকি, ভয় দেখানো এবং স্থানীয় গ্যাং-এর সশস্ত্র বাহুবলীদের ব্যবহার করতেন রাও, এমনটাই উঠে এসেছে তদন্তে। বিদেশ থেকে পরিচালিত সংগঠিত অপরাধ সিন্ডিকেটের সঙ্গেও তাঁর জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইডি। ভারতের এই ধরনের বিষয়গুলি সিন্ডিকেটের মাধ্যমে কার্যকর করা হয়েছিল বলে অভিযোগ তদন্তকারী সংস্থার।
গত ১৮ অগস্ট, ইউটিউবার এলভিস যাদবের বাড়িতে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। হিমাংশু ভাউয়ের গ্যাং সেই গুলি চালানোর দায় স্বীকার করে। সমাজমাধ্যমে বিভিন্ন পোস্টেও যাদবের নাম উঠে আসে। অক্টোবরে হরিয়ানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর সন্দীপ কুমার লাথার তাঁর সুইসাইড নোটে রাও ইন্দ্রজিৎ যাদবের নামও উল্লেখ করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy