Imran Khan

বিরাট কোহালির ভারতকে অভিনন্দন জানিয়ে টুইট ইমরানের

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও এখন প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার সকালে টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতকে। উপমহাদেশের প্রথম দল হিসেবে নজির গড়ার জন্য প্রশংসা করেছেন ভারতীয় দলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ইসলামাবাদ শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৬:০৩
Share:

কোহালিদের কৃতিত্বকে অভিনন্দন জানালেন ইমরান।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দল ও অধিনায়ক বিরাট কোহালিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অস্ট্রেলিয়ায় সদ্য এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তারপরই অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন কোহালিরা।

Advertisement

সেই সুরে সুর মিলিয়েছেন ইমরানও। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক মঙ্গলবার সকালে টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতকে। উপমহাদেশের প্রথম দল হিসেবে নজির গড়ার জন্য প্রশংসা করেছেন তিনি ভারতীয় দলের।

ইমরানের নিজের ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। সেই সময় বিশ্বের সেরা অধিনায়কদের মধ্যে থাকতেন তিনি। কিন্তু এই কৃতিত্ব তাঁরও নেই। ইমরান সেই কারণেই জানেন ডন ব্র্যাডম্যানের দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা কতটা কঠিন। বিরাট কোহালি তো এই টেস্ট সিরিজ জয়কে তাঁর কেরিয়ারের সেরা সাফল্য হিসেবে চিহ্নিত করেছেন। প্রধান কোচ রবি শাস্ত্রীর মতে, প্রথমবার ভারতের বিশ্বকাপ জেতার থেকেও এই জয় বেশি মধুর।

Advertisement

আরও পড়ুন: কোথায় সমস্যা অস্ট্রেলিয়ার? টুইটারে তর্কে মাতলেন ভন-ওয়ার্ন-মার্ক ও​

আরও পড়ুন: ওয়ানডে সিরিজে বিশ্রামে ঋষভ, ফাঁস করলেন প্রধান নির্বাচক প্রসাদ​

সীমান্তের ওপারের ক্রিকেটমহল থেকেও অস্ট্রেলিয়ায় ২-১ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি জেতার জন্য অভিনন্দন জানানো হয়েছে ভারতকে। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার যেমন বলেছেন, “ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হল বিশ্বক্রিকেটের কঠিনতম সফরের অন্যতম। ভারত আগাগোড়া চাপে রেখেছিল অস্ট্রেলিয়াকে। ”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন