Jasprit Bumrah

পার্‌থে বুমরার ডেলিভারিতে হতভম্ব টিম পেন, দেখুন ভিডিয়ো

যদিও ওই ডেলিভারিতে উইকেট আসেনি। কিন্তু, ওই বল মিস করার পর বেশ খানিকক্ষণ হতভম্ব দেখায় অজি অধিনায়ককে। কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৫
Share:

দুর্দান্ত বল করেও বুমরার নামের পাশে মাত্র এক উইকেট। ছবি: এএফপি।

পার্‌থের সবুজ উইকেট নিয়ে কম চর্চা হয়নি টেস্ট শুরুর আগে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের বাইশ গজ ঘাসে ভরা বলে প্রচারিতও হয়েছিল। কিন্তু, বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পেসারর তত ভয়ঙ্কর হয়ে ওঠেননি।

Advertisement

তার মধ্যেও বেশ কিছু ডেলিভারি অবাক করেছে ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস যেমন হনুমা বিহারীর আচমকা লাফিয়ে ওঠা ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন। বেশ কিছু বল আবার নিচুও হয়েছে পার্‌থে।

তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনকে করা জশপ্রীত বুমরার ডেলিভারি সবচেয়ে বেশি বিস্ময় আনছে। যদিও ওই ডেলিভারিতে উইকেট আসেনি। কিন্তু, ওই বল মিস করার পর বেশ খানিকক্ষণ হতভম্ব দেখায় অজি অধিনায়ককে। কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী হল। দিনের ৮৪তম ওভারে দ্বিতীয় নতুন বলে বুমরার ওই ডেলিভারি ‘আনপ্লেয়েবল’ অ্যাখ্যা পাচ্ছে। সেই সময় ১৯ বলে সাত রানে খেলছিলেন পেন। দিনের শেষে তিনি ৩৪ বলে ১৬ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়াও ছয় উইকেটে ২৭৭ রানের স্বস্তির অবস্থানে পৌঁছে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ছয় উইকেটে ২৭৭, পারথে প্রথম দিনে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

আরও পড়ুন: পার্‌থের গ্রিন টপে প্রথম দিনের পাওনা বোলার হনুমা এবং ফিল্ডার কোহালি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন