Mary Kom Resigned

ভারতীয় অলিম্পিক্স সংস্থার পদ ছাড়লেন ‘দুঃখিত’ বক্সার মেরি কম

রবিবার সংস্থার হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে মেরি জানান যে, তিনি পদ ছাড়তে চান। ওই কমিটিতে কখনও সে ভাবে কোনও কাজ হয়নি। সেই কারণেই মেরি ইস্তফা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তিনি নিজে কোনও কারণ জানাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯
Share:

মেরি কম। —ফাইল চিত্র।

ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) অ্যাথলিটস কমিশন থেকে ইস্তফা দিলেন মেরি কম। ভারতীয় বক্সার এই সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। কিন্তু অনেকেই মনে করছেন ওই কমিটিতে কখনও সে ভাবে কোনও কাজ হয়নি। সেই কারণেই নাকি মেরি ইস্তফা দিয়েছেন। যদিও তিনি নিজে কোনও কারণ জানাননি।

Advertisement

রবিবার সংস্থার হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে মেরি জানান যে, তিনি পদ ছাড়তে চান। ভারতীয় বক্সার লেখেন, “আইওএ-র সঙ্গে খুব ভাল সময় কাটালাম। আমার জীবনের অন্যতম সেরা সময়। দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি দায়িত্ব ছাড়ছি। ইস্তফা দিচ্ছি। আইওএ-র জন্য শুভেচ্ছা রইল।”

ইস্তফা দেওয়ার কোনও কারণ জানাননি মেরি। সরকারি ভাবে চিঠি এখনও দেননি তিনি। সেটা দেওয়ার পর সংস্থা ঠিক করবে, আদৌ তাঁর ইস্তফা গ্রহণ করা হবে কি না। মেরি কম ছাড়াও ওই কমিটিতে রয়েছেন শরৎ কমল, ওম প্রকাশ কারহানা, শিবা কেশভন, গগন নারাং, বজরং লাল, পিভি সিন্ধু, ভবানী দেবী এবং রানি রামপল। এই কমিটিতে আগে ছিলেন অভিনব বিন্দ্রাও।

Advertisement

২০২২ সালে পিটি ঊষা আইওএ-র দায়িত্ব নেওয়ার পর তৈরি হয়েছিল এই কার্যনির্বাহী কমিটি। খেলোয়াড়দের কথা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু সে ভাবে কখনও কাজ করেনি এই কমিটি। কয়েকটি বৈঠক হয়েছিল শুধু। বিন্দ্রা বার বার এই কমিটিকে কাজ করানোর কথা বলেছিলেন। কিন্তু ঊষা এবং কমিটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই কারণে মেরি সরে গেলেন কি না তা যদিও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement