আমরা নই ট্রফি জিতেছে যেন কর্তারা, কটাক্ষ বোয়ার

আই লিগ জয়ের পরে বাহাত্তর ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরণ মোহনবাগানে! বুধবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়েই সবুজ-মেরুন কর্তাদের এক হাত নিলেন পিয়ের বোয়া। তাঁর ক্ষোভ, ‘‘দেখে মনে হচ্ছে ফুটবলাররা আই লিগ জেতেনি। জিতেছে কর্তারা। কলকাতা বিমানবন্দরে নামার পর থেকে ওরাই শুধু নিজেদের নাম ফাটিয়ে যাচ্ছে সবার সামনে। ছবি তুলছে, আই লিগের ট্রফি হাতে নিয়ে ঘুরছে, নাচছে, গাইছে, এমন ভাব করছে যেন ওরাই টিমকে চ্যাম্পিয়ন করেছে। আমরা কিছুই করিনি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০৩:৪৩
Share:

আই লিগ জয়ের পরে বাহাত্তর ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরণ মোহনবাগানে!

Advertisement

বুধবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়েই সবুজ-মেরুন কর্তাদের এক হাত নিলেন পিয়ের বোয়া। তাঁর ক্ষোভ, ‘‘দেখে মনে হচ্ছে ফুটবলাররা আই লিগ জেতেনি। জিতেছে কর্তারা। কলকাতা বিমানবন্দরে নামার পর থেকে ওরাই শুধু নিজেদের নাম ফাটিয়ে যাচ্ছে সবার সামনে। ছবি তুলছে, আই লিগের ট্রফি হাতে নিয়ে ঘুরছে, নাচছে, গাইছে, এমন ভাব করছে যেন ওরাই টিমকে চ্যাম্পিয়ন করেছে। আমরা কিছুই করিনি।’’
পরের মরসুমে বোয়াকে রাখছেন না বাগান-কর্তারা। আর সেটা আরও পরিষ্কার হয়ে যায়, যখন তাঁর বকেয়া টাকা মিটিয়ে হাতে রিলিজ অর্ডার ধরিয়ে দেওয়া হয় এ দিন-ই। তা হলে কি বাগানে জায়গা না পাওয়ার যন্ত্রণা থেকেই ভিন্ন সুর বোয়ার গলায়? এ দিন বাগান তাঁবুতে বোয়া ছাড়াও এসেছিলেন কোচ সঞ্জয় সেন, বেলো রজ্জাক, দেবজিৎ মজুমদার এবং কাতসুমি। কিন্তু তাঁদের মুখে এমন কোনও অভিযোগ শোনা যায়নি। বরং ক্লাব থেকে দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে দারুণ খুশি তাঁরাও। সঞ্জয় বলছিলেন, ‘‘এটা বোয়ার ব্যক্তিগত মতামত। আমার এতে কিছু বলা নেই।’’

বোয়া অবশ্য আরও ক্ষুব্ধ যে তাঁকে এ দিন কোচ বৈঠকে ডাকেননি। তাঁর অভিযোগ, ‘‘কোচ আমাকে কেন ডাকেননি, সেটা ওনার ব্যাপার। তবে এখানে ফুটবলার ঠিক করেন কর্তারা। আর সেটা চালায় কোচ। বিশ্বে এ রকম ঘটনা ভারতেই বিরল।’’ যা শুনে সঞ্জয় আবার বললেন, ‘‘আমি আমার গাড়ি নিতে ক্লাবে এসেছিলাম। তাই তাঁবুর ভিতরে কিছুক্ষণের জন্য ঢুকেছিলাম। ফুটবলারদের আমি ডাকিনি। ওরা নিজেরাই টাকা-পয়সার ব্যাপারে খোঁজ নিতে এসেছিল। বাকিদের সঙ্গে যেমন হাই-হ্যালো করলাম, বোয়ার সঙ্গেও তো হ্যান্ড শেক হল। আমার মনে হয়, কোনও ভুল বোঝাবুঝি হচ্ছে।’’

Advertisement

ভুল বোঝাবুঝি হোক কিংবা নতুন বছরে ভারতসেরা দলে না থাকার যন্ত্রণা—এটা নিশ্চিত, বোয়া অসম্ভব ক্ষুদ্ধ বাগান-কর্তাদের উপর!

ভিসা সমস্যায় পিছোল জাতীয় শিবির: ভিসা সমস্যায় বেঙ্গালুরুতে স্টিভন কনস্ট্যানটাইনের জাতীয় শিবির পিছিয়ে গেল চার দিন। বৃহস্পতিবারের বদলে যা শুরু হবে রবিবার থেকে। ১৬ জুন গুয়ামে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচ ভারতের। যার জন্য দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা। আর সেটা পেতেই গোটা ভারতীয় দল এখন দিল্লিতে আটকে। ওমানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচ ১১ জুন, বেঙ্গালুরুতে। ওমান শক্তিশালী দল। কিন্তু ভিসা সমস্যায় জাতীয় দল দিল্লিতে আটকে থাকায় অনুশীলনে সমস্যা হচ্ছে সুনীল ছেত্রীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন