দেশের ক্রিকেটে রাজনীতি নিয়ে হতাশ ব্রাভো

ক্রিকেটে রাজনীতি আর নতুন কি ব্যাপার। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে আর মুখ খোলেন ক’জন? এবার সেই কাজটিই করলেন ডোয়েল ব্র্যাভো। দেশের ক্রিকেট নিয়ে রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন ওয়েস্টইন্ডিজের ডোয়েন ব্র্যাভো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ২১:২০
Share:

ক্রিকেটে রাজনীতি আর নতুন কি ব্যাপার। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে আর মুখ খোলেন ক’জন? এবার সেই কাজটিই করলেন ডোয়েল ব্র্যাভো। দেশের ক্রিকেট নিয়ে রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন ওয়েস্টইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবস্থা ভাল নয়। সেটাই হতাশার কারণ প্রাক্তন এই অধিনায়কের। তিনি বলেন, ‘‘অত্যধিক রাজনীতির জন্য আমাদের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রতিভার অভাব নেই। বিশ্বের সেরা প্রতিভারা রয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছে তাঁদের দেখা উচিত।’’ শুধু তাই নয়, মাঠ, অ্যাকাডেমি না থাকার জন্যও সমস্যায় পরতে হচ্ছে দেশের ক্রিকেটকে। বলেন, ‘‘এখানে অসৎ লোকের ছড়াছ়ড়ি। অনেক বেশি সততা দরকার।’’

Advertisement

এক সময় বিশ্ব ক্রিকেটের বড় শক্তি হিসেবে পরিচিত ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই গৌরব আর নেই। খারাপ প্রদর্শন চলছেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement