নেমারের প্রশংসা পেলের

ফের নেমার দা সিলভা স্যান্টোসের পাশে দাঁড়ালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০৪:০৩
Share:

ফের নেমার দা সিলভা স্যান্টোসের পাশে দাঁড়ালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
গত বছর রাশিয়া বিশ্বকাপের পরে পিএসজির জার্সি গায়ে লিগ ওয়ানের ম্যাচে নেমার ২১ ম্যাচে করেছেন ১৮ গোল। তাঁর প্রিয় সেই নেমার সম্পর্কে পেলে বলছেন, ‘‘একজন বাবা কখনও তাঁর সন্তানের সমালোচনা করেন না। তিনি শিক্ষিত করেন। নেমার হল স্যান্টোসের সন্তান। আমি ব্যক্তিগত ভাবে নেমার ও ব্রাজিলের জাতীয় দলের থেকে সেরাটা চাই। নেমারকে এগিয়ে যাওয়ার জন্য সব রকমের সাহায্য করতে রাজি।’’
প্যারিস সাঁ জারমাঁয় নেমারের সতীর্থ কিলিয়ান এমবাপে সম্পর্কে তিন বারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘‘আমি প্রথম বিশ্বকাপ জিতেছিলাম ১৭ বছর বয়সে। আর এমবাপে বিশ্বকাপ পেয়েছে ১৯ বছর বয়সে। ব্যাপারটা প্রায় সমান। এমবাপেই হল নতুন পেলে। অনেকে এই কথা শুনে হাসতে পারেন। কিন্তু এটা কোনও রসিকতা নয়।’’
এ ছাড়াও পেলে অসুস্থ মারাদোনার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন, ‘‘দিয়েগো, দ্রুত সুস্থ হয়ে ওঠো। ১০ নম্বর ক্লাবের সদস্যরা কখনও অসুস্থ হয় না। আশা করছি, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement