Cricket

‘আমায় খেলতে বেশি সমস্যা হত বাঁ হাতিদের’, দাবি পাক অলরাউন্ডারের

লারা ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ানদের হয়ে। ১১,৯৫৩ রান করেছেন তিনি। এই গ্রহের একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৮ মে ২০২০ ১২:৫৮
Share:

পাকিস্তান যে কোনও ঝামেলায় ফেলতে পারে প্রতিপক্ষকে। —ফাইল চিত্র।

বাঁহাতি ব্যাটসম্যানরা তাঁকে খেলতে চিরকাল সমস্যায় পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও তাঁকে সামলাতে বেগ পেয়েছেন। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেছেন, “বাঁহাতি ব্যাটসম্যানরা সব সময়ে আমাকে খেলতে সমস্যায় পড়েছে। ডানহাতিদের বিরুদ্ধেও আমার সাফল্য রয়েছে। আমার ইকনমি রেট বেশ ভাল। ব্রায়ান লারা আমার অন্যতম ফেভারিট ব্যাটসম্যান। ওকেও আমি আউট করেছি।’’

লারা ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ানদের হয়ে। ১১,৯৫৩ রান করেছেন তিনি। এই গ্রহের একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে। হাফিজের দাবি, ‘‘লারা নিজেও স্বীকার করেছিল আমাকে খেলতে ওর সমস্যা হত।’’

Advertisement

আরও পড়ুন: করোনা-প্রভাব: যেন শূন্য থেকে শুরু, মনে হচ্ছে মেসির

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের হাত ভাল হাফিজের। তিনি বলছেন, ‘‘অনেক ম্যাচে আমি ভাল ব্যাটিং করতে পারিনি। কিন্তু ভাল বোলিং করে ব্যাটিং ব্যর্থতাকে ঢেকে দিয়েছি।’’

এ হেন পাক অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চাইছেন। তিনি বলেছেন, ‘‘খেলোয়াড় জীবনে সবার কাছ থেকে যে রকম শ্রদ্ধা পেয়েছি, আশা করি সেই একই শ্রদ্ধা নিয়ে ক্রিকেট কেরিয়ার শেষ করতে পারব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন