ATK Mohunbagan

এসসি ইস্টবেঙ্গল থেকে ব্রাইটকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান

গত মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা গোল বারবার আলোচিত হয়েছে ভারতের ফুটবল মহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২১ ২২:৪১
Share:

ব্রাইট এনোবাখারে আইএসএল

গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়া ব্রাইট এনোবাখারে দলে নিতে পারে এটিকে মোহনবাগান। গত মরসুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটকে দলে নিয়েছিল লাল হলুদ। তাতে ফলাফল সেভাবে পরিবর্তন না হলেও, যথেষ্ট প্রভাব ফেলেছিলেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার।

Advertisement

গত মরসুমের আইএসএলের শেষ ম্যাচ পর্যন্ত লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এই ফুটবলার। এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার চুক্তি সই না হওয়ায় ব্রাইটের চুক্তিও নবীকরণ হয়নি। বুধবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি লেখেন, ‘নয়া যাত্রা। আমি ঈশ্বরের উপর আস্থা রাখছি’।

গত মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা গোল বারবার আলোচিত হয়েছে ভারতের ফুটবল মহলে। গোলরক্ষক সহ পাঁচ ফুটবলারকে কাটিয়ে গোল দিয়েছিলেন তিনি। এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চাইছেন ব্রাইট, তা সময় বলবে। তবে, এটিকে মোহনবাগানে তিনি আসবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

ব্রাইটের সেই পোস্ট ইন্সটাগ্রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন