Tennis

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফেডেরারের বিদায়, ফাইনালে জোকার

শুরুটা ভালই করেছিলেন ফেডেরার। গোড়ায়  ‘জোকার’কে নার্ভাস দেখাচ্ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৭:১৬
Share:

দুই মহানায়ক। ফেডেরারকে হারানোর পরে জোকার। ছবি— এপি।

রং হারাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। সেরিনা উইলিয়ামস ছিটকে গিয়েছেন। রাফায়েল নাদালও বিদায় নিয়েছেন। এ বার রজার ফেডেরারও হেরে গেলেন সেমিফাইনালে।

Advertisement

বৃহস্পতিবার রড লেভার এরিনায় মুখোমুখি হয়েছিলেন ফেডেরার ও নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩-এ ফেড-এক্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছলেন।

এ দিন শুরুটা ভালই করেছিলেন ফেডেরার। গোড়ায় ‘জোকার’কেই নার্ভাস দেখাচ্ছিল। প্রথম সেটে ফেডেরার ৪-১ এগিয়েও গিয়েছিলেন। ঠিকঠাক ছন্দ পাচ্ছিলেন না জোকার। চাপের মুখে ঘুরে দাঁড়ালেন তিনি। জোকার অন্য মেজাজে ধরা দিতেই ফেডেরার ধীরে ধীরে হারিয়ে গেলেন ম্যাচ থেকে।

Advertisement

আরও পড়ুন: সুপার ওভারে ইনি ধারাভাষ্য দিলেই হারছে নিউজিল্যান্ড!

খেলার শেষে গত বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, ‘‘রজারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেরা ফর্মের ধারেকাছে ছিল না ও। চোট নিয়েও খেলেছে। এর জন্য রজারকে কৃতিত্ব দিতেই হবে।’’

ফেডেরার হেরে যাওয়ার পরে তাঁর কেরিয়ার নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। র‌্যাকেট কি এ বার তুলে রাখবেন তিনি? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন টেনিস ভক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন