India West indies Test

হনুমার শতরান আর বুমরা এক্সপ্রেসে সাবাইনা পার্কে কোণঠাসা ক্যারিবিয়ানরা

অবিশ্বাস্য স্পেলে জায়গা করে নিলেন ইরফান পাঠান, হরভজন সিংহদের নামের পাশে। প্রথম টেস্টে সাত রানে পাঁচ উইকেট। দ্বিতীয় টেস্টেও তাঁর সামনে নতজানু হতে বাধ্য হলেন ড্যারেন ব্র্যাভোরা। পর পর তিন বলে ব্র্যাভো, শিমর ব্রুকস ও রস্টন চেজকে ফিরিয়ে নতুন ইতিহাস তরুণ পেসারের।

Advertisement

সংবাদ সংস্থা

সাবাইনা পার্ক শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৬
Share:

বুম বুম বুমরায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এপি।

সাবাইনা পার্কে বুম বুম বুমরা! বিধ্বংসী ভারতীয় পেসারের দাপটে ছত্রভঙ্গ ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন যশপ্রীত বুমরা। অবিশ্বাস্য স্পেলে জায়গা করে নিলেন ইরফান পাঠান, হরভজন সিংহদের নামের পাশে। প্রথম টেস্টে সাত রানে পাঁচ উইকেট। দ্বিতীয় টেস্টেও তাঁর সামনে নতজানু হতে বাধ্য হলেন ড্যারেন ব্র্যাভোরা। পর পর তিন বলে ব্র্যাভো, শিমর ব্রুকস ও রস্টন চেজকে ফিরিয়ে নতুন ইতিহাস তরুণ পেসারের।

Advertisement

শনিবারের সাবাইনা পার্কে তাঁর বোলিং গড় ৯.১-৩-১৬-৬। এই ছয় উইকেটের মধ্যে চারটিই তিনি পেয়েছেন ইনসুইংয়ে। হ্যাটট্রিকের তিন বাদে জন ক্যাম্পবেল, ব্রাথওয়েট এবং অধিনায়ক হোল্ডারের উইকেটও নেন তিনি। তবে তাঁর কৃতিত্বের পিছনে অধিনায়ক কোহালির ভূমিকা অনস্বীকার্য। চেজকে করা বুমরার ইনসুইং যে ব্যাটসম্যানের প্যাডে আগে আছড়ে পড়েছে, তা হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল পেসারের। তাই কোনও আবেদনও করেননি বুমরা।

বিরাট তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘ব্যাটে লেগেছে আগে?’’ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারেননি বুমরা। কোহালি ডিআরএস নেন। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বুমরার ইনসুইং চেজের লেগ স্টাম্পে আছড়ে পড়ছে।

Advertisement

ব্যাট হাতে দুই নায়ক। সেঞ্চুরি করলেন হনুমা, হাফ সেঞ্চুরি করলেন ইশান্ত শর্মাও। ছবি: এএফপি।

বুমরার দুরন্ত স্পেলের আগে ভারতীয় ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল হনুমা বিহারী এবং ইশান্ত শর্মার ইনিংস। টেস্টে প্রথম শতরান পেলেন হনুমা। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। এ বার আর সুযোগ হাতছা়ড়া করেননি। সিরিজের দ্বিতীয় টেস্টের স্বপ্নপূরণ হল। ২২৫ বলে ১১১ রান করলেন। তাঁর সঙ্গে পার্টনারশিপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন ইশান্ত শর্মা। ৮০ বলে ৫৭ রান করলেন এই পেসার। তাঁদের জুটিতে যোগ হয় ১১২ রান। ভারতীয় দলের রান পেরিয়ে যায় ৪০০-র গণ্ডি। ইনিংস শেষ হয় ৪১৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটি ছিল দুঃস্বপ্নের মতো। দিনের শেষে তাঁদের স্কোর ৮৭ রানে ৭ উইকেট। ক্রিজে আছেন হ্যামিল্টন (অপরাজিত ২) এবং ৪ রানে অপরাজিত রয়েছেন কর্নওয়েল। ঘাড়ে চেপে আছে ৩২৯ রানে পিছিয়ে থাকার বোঝা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন