ক্যামেরা লাগিয়ে চমক সিএবি-র

উন্নত আম্পায়ারিংয়ের জন্য যে ওয়ার্কশপের কথা জানিয়েছিলেন অভিষেকবাবু, আজ থেকে আগামী তিন দিন সেই ওয়ার্কশপ চলবে সিএবিতে। এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন সিএবির কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৪:৫০
Share:

ম্যাচ চলাকালীন বুকে ক্যামেরা লাগিয়ে আম্পায়ার। নিজস্ব চিত্র

এ মরসুমের স্থানীয় ক্রিকেট লিগের শুরু থেকেই ক্রমাগত ভুল আম্পায়ারিংয়ের অভিযোগ উঠে এসেছে। সে সমস্যা মেটাতেই সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুগ্ম-সচিব অভিষেক ডালমিয়া আম্পায়ারদের টুপিতে ক্যামেরা বসানোর কথা জানিয়েছিলেন। শনিবার তালতলা মাঠে দ্বিতীয় ডিভিশনে বেহালা ফ্রেন্ডস বনাম ক্রিকেট ক্লাব অব ভবানীপুরের ম্যাচে প্রথম বার সেই পরিকল্পনা চালু করল সিএবি। তবে টুপিতে নয়, বুকে ক্যামেরা লাগিয়ে ম্যাচ পরিচালনা করলেন আম্পায়ার প্রশান্ত সেন ও সুব্রত ঘোয।

Advertisement

মূলত পরীক্ষাধীন ভাবেই দ্বিতীয় ডিভিশনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএবির যুগ্ম-সচিব। অভিষেক বলেন, ‘‘তালতলা মাঠে দ্বিতীয় ডিভিশনের ম্যাচে প্রথম বার এই পরীক্ষা আমরা করে দেখছি। এ ম্যাচের অভিজ্ঞতা থেকেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সেই ক্যামেরার ভিডিও আমরা পরীক্ষা করে দেখব। ছবি স্পষ্ট না হলে তখন টুপিতে ক্যামেরা বসিয়ে পরীক্ষা করা হবে।’’

উন্নত আম্পায়ারিংয়ের জন্য যে ওয়ার্কশপের কথা জানিয়েছিলেন অভিষেকবাবু, আজ থেকে আগামী তিন দিন সেই ওয়ার্কশপ চলবে সিএবিতে। এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন সিএবির কর্তারা। বোর্ডের তরফ থেকে আন্তর্জাতিক স্তরের আম্পায়ার শাভির তারাপোরে-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিষেক বলেন, ‘‘স্থানীয় ক্রিকেটে উন্নত আম্পায়ারিংয়ের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ভারতীয় বোর্ডের সঙ্গেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি। তারাই আম্পায়ার শাভির তারাপোরে-কে এই দায়িত্ব দিয়েছে। এ ছাড়াও বোর্ড অনুমোদিত আম্পায়ারদের নিয়ে নিয়মিত আলোচনায় বসা হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন