সিএবি জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল। শুক্রবার ইডেনের ফাইনালে তারা ৫ উইকেটে হারাল খড়গপুর ব্লুজ সিসিসি-কে। প্রথমে ব্যাট করে খড়গপুর ১১০ অলআউট হয়ে যায়। শুভম পাসওয়ান ৪-১৯। জবাবে ২২ ইয়ার্ডস ১১৩-৫। সায়ক বসু ২৫। এ বছর ২২ ইয়ার্ডস ডাবল করল। সিএবি অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টও জিতল।