দেশের সেরা ক্রীড়াবিদ ঝুলন

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তরফে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হলেন ঝুলন গোস্বামী। মঙ্গলবার ক্লাব তাঁবুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি ঝুলনের হাতে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০০:৫৯
Share:

সম্মান: ঝুলন গোস্বামীকে সংবর্ধিত করছেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পেলেন সুকুমার সমাজপতি ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তরফে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হলেন ঝুলন গোস্বামী। মঙ্গলবার ক্লাব তাঁবুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি ঝুলনের হাতে।

Advertisement

সাংবাদিকদের কাছে থেকে সেরা ক্রীড়াবিদের সম্মান পেয়ে আপ্লুত ঝুলন। বলছেন, ‘‘সাংবাদিকরা ৩৬৫ দিন খেলোয়াড়দের দক্ষতার চুলচেরা বিশ্লেষণ করেন। তাঁরাই অজানা, অনামী কোনও খেলোয়াড় ভাল খেললে তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসেন। বিশেষ করে, কলকাতার সাংবাদিক বন্ধুরা। তাঁদের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত।’’

অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়, স্বাধীনতার পরে বাংলার একমাত্র রঞ্জিজয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতিকে। সম্বরণ বলেন, ‘‘এই ক্লাব অতীতে বর্ষসেরার পুরস্কার দিয়েছিল। এ বার জীবনকৃতি দিয়েও সম্মান জানাল।’’ সুকুমারবাবু বলেন, ‘‘সাংবাদিকদের দেওয়া এই পুরস্কারের মূল্যই আলাদা। দারুণ লাগছে।’’

Advertisement

এ ছাড়াও এ দিন বর্ষসেরার পুরস্কার নিলেন তনুশ্রী সরকার (ক্রিকেট), প্রীতম কোটাল (ফুটবল), লিলি দাস (অ্যাথলেটিক্স), উৎসব চট্টোপাধ্যায় (দাবা) ও কৃত্তিকা সিংহ রায় (টেবল টেনিস)। বিশেষ পুরস্কার দেওয়া হয় শিবনাথ দে সরকার ও প্রণব বর্ধন (ব্রিজ), পায়েল চৌধুরীকে (কবাডি)। ক্লাবের তরফে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নীলাশ সাহা (দাবা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন