ম্যাচের দিন সকালে গুয়াহাটি যাবে আটলেটিকো দে কলকাতা

কাপদেভিয়াকে সব সময় নজরে রাখতে হবে, বলছেন লুচো

জন আব্রাহামের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে বৃহস্পতিবার গুয়াহাটি যাবে আটলেটিকো দে কলকাতা! অর্থাত্‌ ম্যাচের দিন সকালেই। লা লিগা, ইপিএলের ছোঁয়া এ বার তা হলে ভারতেও শুরু হয়ে গেল। বিদেশি ফুটবলে হামেশাই দেখা যায়, অ্যাওয়ে ম্যাচ খেলতে ম্যাচের দিন সকালে রওনা দেয় বিভিন্ন ক্লাব। যেমন গত মরসুমেই সান্ডারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ম্যাচের দিন সকালে ট্রেনে রওনা দিয়েছিল চেলসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ০২:২৮
Share:

গোলকিপার শুভাশিস।

জন আব্রাহামের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে বৃহস্পতিবার গুয়াহাটি যাবে আটলেটিকো দে কলকাতা! অর্থাত্‌ ম্যাচের দিন সকালেই।

Advertisement

লা লিগা, ইপিএলের ছোঁয়া এ বার তা হলে ভারতেও শুরু হয়ে গেল।

বিদেশি ফুটবলে হামেশাই দেখা যায়, অ্যাওয়ে ম্যাচ খেলতে ম্যাচের দিন সকালে রওনা দেয় বিভিন্ন ক্লাব। যেমন গত মরসুমেই সান্ডারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ম্যাচের দিন সকালে ট্রেনে রওনা দিয়েছিল চেলসি। দূরত্ব কিন্তু খুব কম ছিল না। লা লিগাতেও এ রকম অনেক উদাহরণ রয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলে এসব অভ্যাস ছিল না এত দিন। আইএসএলের সৌজন্যে সেটাই হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে ম্যাচ। তার আগে আজ মঙ্গলবার ও কাল বুধবার যুবভারতীতেই প্র্যাকটিস করবে আটলেটিকো। কেন এমন সিদ্ধান্ত আন্তোনিও হাবাসের? আসলে কী পরিকাঠামো পাওয়া যাবে, ফুটবলাররা কতটা স্বচ্ছন্দ হবেন, এ সব ভেবেই ম্যাচের দিন সকালে গুয়াহাটি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লুই গার্সিয়াদের কোচ। টিম ম্যানেজমেন্টের দাবি, বিমানে গুয়াহাটির দূরত্ব যেহেতু খুব বেশি নয় তাই এই সিদ্ধান্ত। হাবাসের ধারণা কলকাতার শিবিরে থেকে পুরো প্র্যাকটিস করে শুধু ম্যাচ খেলতে গেলে ফুটবলারদেরও সুবিধে হবে।

তবে যে মাঠে ফিকরু তেফেরা, বোরাহারা কোনও দিন খেলেনইনি, সেখানে একদিনও প্র্যাক্টিস না করে ম্যাচ খেলতে নামার সিদ্ধান্ত কতটা ঠিক তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছেই! যে মাঠে আবার ট্রেভর মর্গ্যানের শক্তিশালী টিম কেরল ব্লাস্টার্সকে হারিয়েছে নর্থ ইস্ট।

গুয়াহাটিতে আইএসএলের দ্বিতীয় ম্যাচ যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বুঝে গিয়েছেন লুই গার্সিয়ারা। সোমবার পুরো টিমকে হোটেলে বসে ম্যাচ দেখার পরামর্শ দিয়েছিলেন আটলেটিকো কোচ। রাতে ডিনার টেবিলে কাপদেভিয়ার টিম নিয়েই তাই আলোচনা হয়েছে বেশি। পরের ম্যাচ নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। কিন্তু উদ্বোধনের রেশ যে এখনও যায়নি টিম কলকাতার। তা টিম হোটেলে গিয়েই মালুম হচ্ছে। মুগ্ধতা কাটেনি লুচোরও। লুচো মানে আটলেটিকো দে কলকাতার মার্কি ফুটবলার লুই গার্সিয়া। সঞ্জু, শুভাশিসরা আদর করে লুচো বলেই এখন ডাকছেন গার্সিয়াকে। সোমবার সকালে জিম থেকে বেরিয়ে তিনি বলে গিলেন, “বিশ্বকাপ ঘিরে এরকম উন্মাদনা দেখেছি। লা লিগাতে কিন্তু দেখিনি। তবে এই পরিবেশ কিন্তু ম্যাচ জিততে আমাদের রবিবার উজ্জীবিত করেছিল।”


স্ত্রীর সঙ্গে গার্সিয়া। সোমবার টিম হোটেলে।

প্রথম ম্যাচে আনেলকা, লিউনবার্গহীন মুম্বই সিটি এফসি-কে কার্যত উড়িয়ে দিয়েছে আটলেটিকো। কিন্তু নর্থ-ইস্টের আইকন ফুটবলার স্পেনের বিশ্বকাপার কাপদেভিয়া ১৬ সেপ্টেম্বর খেলবেন গার্সিয়াদের বিরুদ্ধে। বৃহস্পতিবারের লড়াইটা কি তবে কাপদেভিয়া বনাম লুই গার্সিয়ার? প্রশ্ন শুনেই হেসে ফেললেন স্পেনের এই বিশ্বকাপার। বললেন, “কাপদেভিয়া খুব ভাল ফুটবলার। ২০০৬ বিশ্বকাপে ওর সঙ্গে খেলেছি। ক্লাব ফুটবলে ওর বিপক্ষে। ওকে ভাল করে চিনি। কাপদেভিয়ার ক্রসগুলো দুরন্ত। ওর রানিং, জায়গা নেওয়াসব কিছুই বিপজ্জনক। ওকে ছাড়লে কিন্তু সমস্যা হবে। সব সময় নজরে রাখতে হবে। নয়তো সমস্যা হবে।”

উদ্বোধনী ম্যাচে সাফল্যের পরও কিন্তু ছুটি পাননি শুভাশিস-ফিকরুরা। সোমবার সকালেই জিম, সুইমিং করেছেন। আসলে দু’টো ম্যাচের মধ্যে সময়ের ফারাক খুব কম। এবং তা হোম-অ্যাওয়ে ভিত্তিক। ফলে আগের দিন ম্যাচ খেলার পরও পুরো বিশ্রাম পাচ্ছেন না ফুটবলাররা। গার্সিয়া বললেন, “এটা একটা সমস্যা ঠিকই। তবে গোটা ফুটবল বিশ্বে তো এ ভাবেই খেলা হয়। সে জন্য এ দিন সকাল থেকেই ‘রিকভারি সেশন’ শুরু করে দিয়েছি। যাতে আমরা পরের ম্যাচে নিজেদের ফর্ম ধরে রাখতে পারি।”

নর্থ ইস্ট-কে দেখার জন্য সোমবার থেকেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন হাবাসও। তাঁর সহকারী হোসে ব্যারেটোকে বিপক্ষের শক্তি মাপতে দুপুরেই গুয়াহাটি পাঠিয়ে দিয়েছিলেন তিনি। ব্যারেটোর নোটবুক দেখে নিয়ে আজ মঙ্গলবার থেকে আবার নতুন স্ট্র্যাটেজি তৈরি শুরু হবে কলকাতার আটলেটিকোর। মিশন নর্থ-ইস্টের জন্য।

ছবি: শঙ্কর নাগ দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন