Sports News

বিরাটই বস, আমি সহকারী মাত্র: রবি শাস্ত্রী

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরুর আগে রবি শাস্ত্রী মেনে নিলেন কোহালিই দলের ‘বস’। তাঁর সঙ্গে বিরাট কোহালির সমীকরণ অসাধারণ, তাও নিজে মুখে স্বীকার করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৬:১৩
Share:

কোচ রবি শাস্ত্রীর সঙ্গে অধিনায়ক বিরাট কোহালি। ছবি: এএফপি।

এটা সবার জানা। তা নিয়ে বিতর্কও কম হয়নি। অনিল কুম্বলেকে সরিয়ে রবি শাস্ত্রীকে কোচ করার পিছনে যে বিরাট হাতটি কোহালিরই ছিল সেটাও পরিষ্কার। এই দু’জনের সুসম্পর্কের কথা সবাই জানে। এ বার রবি শাস্ত্রীর বক্তব্যে সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরুর আগে রবি শাস্ত্রী মেনে নিলেন কোহালিই দলের ‘বস’। তাঁর সঙ্গে বিরাট কোহালির সমীকরণ অসাধারণ, তাও নিজে মুখে স্বীকার করেছেন তিনি। শাস্ত্রী বলেন, ‘‘আমাদের সমীকরণ অসাধারণ। আমরা অনেকটাই একরকম। আমাদের দু’জনের সম্পর্কে একটা বিশ্বাস কাজ করে। আমরা দু’জনেই খুব শক্ত মনের। দু’জনেই জয়ের জন্য যা ইচ্ছে তাই করতে পারি। আমরা জয়ের জন্য খেলি। আমরা মাঠে নামি টাইমপাস করার জন্য।’’

শাস্ত্রী নিজেই খেলেছেন ৮০টি টেস্ট ও ১৫০টি ওডিআই। একটি টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন। বলেন, ‘‘আমরা এমন একটা দল যারা শুধু নম্বর বাড়াতে মাঠে নামি না। আমরা লড়াই করতে চাই। খেলা এগিয়ে নিয়ে যেতে চাই। ওর-ও মানসিকতাটা একদমই একরকম।’’ শাস্ত্রী মেনে নিয়েছেন, বিভিন্ন পরিস্থিতিতে দু’জনের দু’রকম মত থাকতেই পারে। কিন্তু দু’জনের মধ্যে কোনও সমস্যা নেই। শাস্ত্রী বলেন, ‘‘দেখুন, দিনের শেষে অধিনায়কই ‘বস’। ও আমার উপদেশ চাইতে পারে। তার মানে এটা নয় যে সেটা মানতে হবে। আমরা সাপোর্ট স্টাফ হিসেবে সব সময়ই থাকি উপদেশ দেওয়ার জন্য।’’

Advertisement

আরও পড়ুন

ধোনিকে আগে ব্যাট করতে পাঠানোর ভাবনা

সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’য়ে বিরাট, এক নম্বরে কে?

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। এর পর হেড কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। বিরাট কোহালিও থাকবেন অধিনায়ক হিসেবে। শাস্ত্রী বলেন, ‘‘ওর মাত্র ২৯ বছর বয়স। ক্রমশ অভিজ্ঞ হয়েছে। ওর এখনও সাত-আটবছর খেলা রয়েছে।আরও ছয়-সাত বছর অধিনায়কও ওই থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement