Wimbledon 2025

উইম্বলডনের শুরুতে সহজ প্রতিপক্ষ আলকারাজ়ের, অনুশীলন করলেন জোকোভিচের সঙ্গে, কার বিরুদ্ধে খেলবেন নোভাক?

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করতে নামবেন তিনি। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেন কার্লোস আলকারাজ় এবং নোভাক জোকোভিচ। কাদের বিরুদ্ধে খেলবেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২০:৪৭
Share:

উইম্বলডনের অনুশীলনে কার্লোস আলকারাজ়‌। ছবি: রয়টার্স।

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করতে নামবেন তিনি। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেন কার্লোস আলকারাজ়। ইটালীয় অবাছাই ফাবিয়ো ফগনিনির বিরুদ্ধে খেলবেন তিনি। মহিলাদের শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কার সামনে কানাডার কোয়ালিফায়ার কার্সন ব্রানস্টিন। ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে খেলবেন বিশ্বের ৪০ নম্বর, ফ্রান্সের আলেকজ়ান্দ্রে মুলারের বিরুদ্ধে।

Advertisement

গত মাসেই ফরাসি ওপেনের ফাইনালে হেরেছেন ইয়ানিক সিনার। উইম্বলডনে নামছেন শীর্ষ বাছাই হিসাবেই। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ লুকা নার্দি। গত বারের মহিলাদের বিভাগে বিজয়ী বারবোরা ক্রেচিকোভা খেলবেন আলেকজ়ান্দ্রা এলার বিরুদ্ধে। গত বারের রানার-আপ জেসমিন পাওলিনি শুরু করবেন আনাস্তাসিয়া সেভাসতোভার বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই কোকো গফের প্রতিপক্ষ ডায়ানা ইয়াসত্রেমস্কা। তৃতীয় বাছাই জেসিকা পেগুলা খেলবেন ইটালির এলিসাবেত্তা কোচ্চিয়ারেতোর বিরুদ্ধে।

গত বার উইম্বলডন ফাইনালে যাঁর বিরুদ্ধে খেলে জিতেছিলেন, সেই জোকোভিচের সঙ্গেই অনুশীলন করেছেন আলকারাজ়। উইম্বলডনের পোস্ট করা ভিডিয়োয় দু’জনকেই একসঙ্গে সেন্টার কোর্টে অনুশীলনে নামতে দেখা গিয়েছে। তবে একে অপরের বিরুদ্ধে নয়, নিজেদের মতো করে অনুশীলন করেছেন তাঁরা।

Advertisement

উইম্বলডন শুরুর আগে আয়োজকদের চিন্তা গরম। প্রতিযোগিতা চলাকালীন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে শুরু উইম্বলডন। সে দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। গত কয়েক বছরে এত বেশি তাপমাত্রা কখনও থাকেনি। ম্যাচের মাঝে একাধিক বার জলপানের জন্য ১০ মিনিটের বিরতি দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement