US Open 2025

‘তুমি পরিবারের থেকেও বেশি কাছের!’ সিনারকে হারিয়ে বললেন আলকারাজ়, ‘নিজের সেরাটা দিয়েছি’, দাবি ইয়ানিকের

ইউএস ওপেন জিতে ইয়ানিক সিনারের প্রশংসা শোনা গেল কার্লোস আলকারাজ়ের মুখে। সিনারও সম্মান জানালেন প্রতিপক্ষকে। কোর্টের লড়াই কোর্টেই রেখে এলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৭
Share:

ট্রফি হাতে ইউএস ওপেনের রানার আপ ইয়ানিক সিনার (বাঁ দিকে) ও চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ়। ছবি: রয়টার্স।

কোর্টের লড়াই কোর্টেই রেখে এলেন কার্লোস আলকারাজ় ও ইয়ানিক সিনার। কিছু ক্ষণ আগে যেখানে দুই প্রতিযোগী একে অপরকে হারানোর মরিয়া চেষ্টা করছিলেন, সেই ছবিটা বদলে গেল খেলা শেষে। ইউএস ওপেন জিতে সিনারের প্রশংসা শোনা গেল আলকারাজ়ের মুখে। সিনারও সম্মান জানালেন প্রতিপক্ষকে।

Advertisement

চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম ভাগ করে নিয়েছেন এই দুই তারকা। সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। আলকারাজ়ের দখলে ফরাসি ওপেন ও ইউএস ওপেন। শেষ ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টি জিতেছেন তাঁরা। আলকারাজ় ছ’টি। সিনার চারটি। রজার ফেডেরার-রাফায়েল নাদালের দ্বৈরথের সঙ্গে আলকারাজ়-সিনারের লড়াইয়ের তুলনা শুরু হয়ে গিয়েছে। তাঁদের একসঙ্গে ‘সিন-কারাজ়’ নামেও ডাকা হচ্ছে।

গত দু’বছর ধরে পুরুষদের টেনিস শাসন করায় বার বার একে অপরের বিরুদ্ধে খেলতে হয়েছে আলকারাজ় ও সিনারকে। ইতিমধ্যেই ১৫ বার মুখোমুখি হয়েছেন তাঁরা। ফলে কোর্টের বাইরে কোথাও একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। সেটাই শোনা গেল দু’জনের কথায়। ট্রফি নেওয়ার আগে আলকারাজ় বললেন, “তুমি পরিবারের থেকেও বেশি কাছের। তোমার সঙ্গে কোর্ট ও লকার রুম ভাগ করতে ভাল লাগে। তোমাকে দেখে অনেক কিছু শিখেছি। আমাদের এই লড়াই আমাদের আরও ভাল টেনিস খেলোয়াড় হতে সাহায্য করেছে।”

Advertisement

দীর্ঘ দিন একে অপরের বিরুদ্ধে লড়তে লড়তে এমনটাই হয়েছিল ফেডেরার ও নাদালের। ভাল বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। এখনও তাঁদের সম্পর্ক সে রকমই। টেনিস থেকে অবসরের পরেও বন্ধুত্ব থেকে গিয়েছে। সেই পথেই কি এগোচ্ছেন আলকারাজ় ও সিনার?

সিনার স্বীকার করে নিলেন, এই ম্যাচে আলকারাজ় যোগ্য হিসাবেই জিতেছেন। তিনি বললেন, “তোমাকে অনেক শুভেচ্ছা। আজ তুমি আমার থেকে ভাল খেলেছ। যোগ্য হিসাবে চ্যাম্পিয়ন হয়েছ। আমি নিজের সেরাটা দিয়েছি। এর থেকে ভাল খেলতে পারতাম না।” কিন্তু সিনারের এ দিনের খেলার মান খুব একটা ভাল ছিল না। তিনি অনেক ভুল করেছেন। তবে কি সিনসিনাটি ওপেনের ফাইনালের আগে পাওয়া চোট এখনও পুরো সারেনি? সিনার কি বলতে চেয়েছেন যে, চোট নিয়ে এর থেকে বেশি ভাল খেলা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তার কোনও ব্যাখ্যা অবশ্য দেননি সিনার।

বছরের শুরুতে এক নম্বর টেনিস তারকা ছিলেন সিনার। আলকারাজ় ছিলেন দু’নম্বরে। কিন্তু বছরের শেষে ছবিটা উল্টে গিয়েছে। এখন আলকারাজ় এক নম্বরে। সিনার দ্বিতীয় স্থানে। কয়েক মাস পরে আবার অস্ট্রেলিয়ান ওপেন। সেখানে আবার দেখা যাবে দুই তারকার লড়াই। যে ভাবে গত দু’বছর গ্র্যান্ড স্ল্যামে এই দুই তারকা দাপট দেখিয়েছেন সেটাই কি আগামী বছর দেখা যাবে? আবার কি ট্রফির লড়াই সীমাবদ্ধ থাকবে এই দু’জনের মধ্যেই?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement