আব্দুল্লাকে চার্জশিট

জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার তহবিল তছরুপের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৫:৩৮
Share:

ফারুখ আব্দুল্লা

ক্রিকেট কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার জন্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আব্দুল্লা-সহ চার জনের বিরুদ্ধে সোমবার এক বিশেষ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার তহবিল তছরুপের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement

জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থাকে ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে অনুদান হিসেবে ১১২ কোটি টাকা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সিবিআইয়ের অভিযোগ, এর মধ্যে ৪৩.৬৯ কোটি সরিয়ে ফেলেন অভিযুক্তেরা। যে কারণে জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লা, সচিব মহম্মদ সেলিম খান, কোষাধ্যক্ষ আহসান আমেদ মির্জা এবং জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের এক এগ্‌জিকিউটিভের বিরুদ্ধে চার্জশিট দাখিল
করে সিবিআই।

জম্মু ও কাশ্মীর ক্রিকেটে এই আর্থিক কেলেঙ্কারি সামনে আসে ২০১২ সালে। ওই সময় রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অভিযোগ দায়ের করেন প্রাক্তন পদাধিকারীদের বিরুদ্ধে। এর পরে ২০১৫ সালে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন