প্রতিবাদ, সিসিআই ঢাকল ইমরানের ছবি

সিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত সংস্থা। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে তাদের কার্যালয়। যে স্টেডিয়ামে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। গোটা সিসিআই ক্লাবে এবং তার রেস্তরাঁ জুড়ে রয়েছে বিভিন্ন যুগের এবং দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৫
Share:

সিসিআই-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হল।—ছবি রয়টার্স।

অভিনব প্রতিবাদ! ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় (সিসিআই) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হল। কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার বিকেলে জঙ্গি হানায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই সিসিআই-এর এ রকম সিদ্ধান্ত। প্রসঙ্গত, পাকিস্তানে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ ঘটনায় দায় স্বীকার করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, পাকিস্তানে এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত হয়েছে ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেই।

Advertisement

সিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত সংস্থা। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে তাদের কার্যালয়। যে স্টেডিয়ামে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। গোটা সিসিআই ক্লাবে এবং তার রেস্তরাঁ জুড়ে রয়েছে বিভিন্ন যুগের এবং দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি। স্বভাবতই রয়েছে বিরানব্বইয়ের বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের ছবিও। যে ছবি শনিবারই ঢেকে দেওয়া হয়েছে। সিসিআইয়ের প্রেসিডেন্ট প্রেমাল উদানি জানিয়েছেন, কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবারই তাঁরা ছবি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেন।

উদানি বলেছেন, ‘‘দেখুন, সিসিআই একটা খেলাধুলোর ক্লাব। এখানে সব দেশের অতীত ও বর্তমানের বিখ্যাত ক্রিকেটারদের ছবি আছে। তবু কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতেই এটা করে আমাদের অপ্রসন্নতা ব্যক্ত করেছি। বলতে পারেন এটা আমাদের পক্ষ থেকে প্রতিবাদও। তবে এই মুহূর্তে ওই ছবি ঢেকে ফেললেও আগামী দিনে আচ্ছাদন সরিয়ে ফেলা হবে কি না বলতে পারছি না।’’ প্রসঙ্গত ব্রেবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছেন ইমরান। সঙ্গে ১৯৮৭ সালে একটি প্রদর্শনী ম্যাচও। এ ছাড়া ১৯৮৯-তে এখানে নেহরু কাপের ম্যাচে ইমরানের নেতৃত্বে পাকিস্তান হারায় অস্ট্রেলিয়াকে। ম্যাচের সেরা হয়েছিলেন পাক অধিনায়কই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement