যুবভারতী থেকে প্র্যাকটিস সরিয়ে নিলেন ফারিয়াস

এ বারের আইএসএলে এখনও পর্যন্ত লাস্ট বয়। টিমের সাত ম্যাচে সাত পয়েন্টের পুরোটাই এসেছে শেষ চার ম্যাচে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০৩:১৩
Share:

নেমে পড়লেন রফিক। বৃহস্পতিবার এটিকে প্র্যাকটিস। ছবি: শঙ্কর নাগ দাস।

এ বারের আইএসএলে এখনও পর্যন্ত লাস্ট বয়। টিমের সাত ম্যাচে সাত পয়েন্টের পুরোটাই এসেছে শেষ চার ম্যাচে।

Advertisement

যার মধ্যে রয়েছে অ্যাওয়ে ম্যাচে চেন্নাই আর হোম ম্যাচে এটিকে বধ। রবের্তো কার্লোসের দিল্লির বিরুদ্ধে শেষ মুহূর্তে সিমাও সাব্রোসার ফ্রিকিকে ম্যাচ অমীমাংসিত!

এই পরিস্থিতিতে শেষ চারের কড়ি জোগাড় করতে রীতিমতো মরিয়া জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত বছরের মতো এ বারও যেন শেষের দিকে থাকতে না হয়, তার জন্য টিমের কোচ সিজার ফারিয়াস যে ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলনই রাখলেন না। বদলে শুক্রবার ম্যাচের আগে শেষ প্রস্তুতি নেবেন সেন্ট্রাল পার্কে বিধাননগর পুরসভার মাঠে।

Advertisement

টিম নিয়ে কলকাতা এসেছেন বুধবারই। কিন্তু এ দিন সকালেও বিধাননগর পুরসভার মাঠে তাঁর টিমের অনুশীলনে মিডিয়ার কাউকে ঢুকতেই দেওয়া হয়নি। ফারিয়াস যুবভারতীতে তাঁর টিম নিয়ে খেলে গিয়েছেন চার বছর আগের সেপ্টেম্বরে। মেসি-আগেরোদের আর্জেন্তিনার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার কোচ হিসেবে। তাই জানেন, যুবভারতীর আনাচ-কানাচ দিয়ে চেষ্টা করলেই নজর রাখা যায় মাঠে। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, যুবভারতী নয়, শুক্রবারও সেন্ট্রাল পার্কে সকালবেলা অনুশীলন সারবেন তাঁরা।

মজাটা এখানেই যে এ বছর, কৃত্রিম ঘাস তুলে নতুন ঘাস বসানোর পর যুবভারতীতে শট মারতে গেলেই ঘাস উঠে আসছে। কলকাতার আগের হোম ম্যাচেই বিষয়টি নিয়ে সমস্যায় পড়েছিলেন কেরল ব্লাস্টার্সের ফুটবলাররা। সেখানে ফারিয়াসের টিমের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কলকাতায় পা দিয়ে সেই মাঠে অনুশীলন না করায় অনেকেই অবাক। অভিনবও বটে। বিষয়টি কানে গিয়েছে আটলেটিকো টিম ম্যানেজমেন্টেরও। তবে তাঁরা এ ব্যাপারে কোনও মন্তব্য করতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন