Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ১২৪ রানে হারাল টিম ইন্ডিয়া

ক্রিকেট মাঠে ভারত-পাক যুদ্ধের কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ডে জঙ্গি হামলায় উত্তপ্ত হল পরিবেশ। যদিও সঙ্গে সঙ্গেই সব দলের হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ভারতীয় দলের অন্দরেও চলছে অন্য লড়াইয় সে বিরাট কোহালি যতই যা বলুক না কেন গোল বেঁধেছে কোচ-অধিনায়কের। যার প্রভাব পড়তে পারে এই উত্তেজক ম্যাচেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৪:৪৯
Share:

ব্যাট করছেন রোহিত শর্মা। ছবি: এএফপি।

•১২৪ রানে ম্যাচ জিতে নিল ভারতীয় দল

Advertisement

•পাকিস্তানের ইনিং শেষ হল ১৬৪ রানে

•চোটের জন্য ব্যাট হাতে নামতে পারলেন না ওয়াহাব রিয়াজ

Advertisement

•আরও একটা শিকার উমেশ যাদবের। আউট হলেন হাসান আলি

•আউট....

•উমেশের বলে আউট মহম্মদ আমের

•আউট....

•৩৩ ওভারে পাকিস্তান ১৬২/৭

•৩২ ওভারে পাকিস্তান ১৫৯/৭

•ক্যাচ ড্রপ। মিস করলেন কেদার যাদব

•৩১ ওভারে পাকিস্তান ১৫৪/৭

•৩০ ওভারে পাকিস্তান ১৫২/৭

•উমেশ যাদবের বলে আউট সারফরাজ আহমেদ

•আউট....

•২৯ ওভারে পাকিস্তান ১৪৬/৬

•ছক্কা হাঁকালেন শাদব খান

•২৮ ওভারে পাকিস্তান ১৩৬/৬

•পান্ড্যর বলে আউট ইমাদ ওয়াসিম

•আউট....

•২৭ ওভারের পাকিস্তান ১৩৪/৫

•জাডেজার বলে আউট মহম্মদ হাফিজ

•আউট....

•২৬ ওভারের পাকিস্তান ১৩১/৪

•ভারতীয় বোলারদের দাপট অব্যাহত

•২৫ ওভারে পাকিস্তান ১২৩/৪।

•২৪ ওভারে পাকিস্তান ১১৭/৪।

•রান আউট শোয়েব মালিক, রান আউট করলেন জাডেজা।

•আউট.....

• ২৩ ওভারে পাকিস্তান ১১৩/৩।

• জাডেজাকে বাউন্ডারি হাফিজের, ওভার বাউন্ডারি শোয়েব মালিকের।

• ২২ ওভারে পাকিস্তান ১০২/৩।

• শোয়েব মালিকের পর পর বাউন্ডারি।

• ২১ ওভারে পাকিস্তান ৯১/৩।

• জাডেজার বলে পাণ্ড্যকে ক্যাচ দিয়ে ফি্রলেন আজহার আলি। করলেন ৫০ রান।

• আউট....

• ২০ ওভারে পাকিস্তান ৮৮/২।

• ১৯ ওভারে পাকিস্তান ৮৭/২।

• ১৮ ওভারে পাকিস্তান ৮২/২।

• ১৭ ওভারে পাকিস্তান ৭৯/২।

• ১৬ ওভারে পাকিস্তান ৭৬/২।

• ১৫ ওভারে পাকিস্তান ৬৭/২।

• আজহার আলির ক্যাচ ফেললেন ভুবনেশ্বর কুমার।

• ১৪ ওভারে পাকিস্তান৬৪/২।

• ১৩ ওভারে পাকিস্তান ৬১/২।

• কেদার যাদবের বলে জাডেজাকে ক্যাচ দিয়ে ফিরলেন বাবর আজম। করলেন ৮ রান।

• আউট...

• ১২ ওভারে পাকিস্তান ৫৭/১।

• ১১ ওভারে পাকিস্তান ৫১/১।

• ৯ ওভারে পাকিস্তান ৪৭/১।

• ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লু আহমেদ শেহজাদ। করলেন ১২ রান।

• আউট...

• ৮ ওভারে পাকিস্তান ৩৮/০।

• রান আউট মিস করলেন হার্দিক পাণ্ড্য।

• ৭ ওভারে পাকিস্তান ৩২/০।

• ৬ ওভারে পাকিস্তান ২৭/০।

• ওভার কমে দাঁড়াল ৪১। পাকিস্তানের লক্ষ্য বদলে ২৮৯।

• ৫ ওভারে পাকিস্তান ২২/০।

• খেলা শুরু।

• আবার বৃষ্টি। খেলা বন্ধ।

• ৪ ওভারে পাকিস্তান ২১/০।

• ৩ ওভারে পাকিস্তান ১৫/০।

• ২ ওভারে পাকিস্তান ১০/০।

• উমেশ যাদবকে আহমেদ শেহজাদের বাউন্ডারি।

• ১ ওভারে পাকিস্তান ৪/০।

• পাকিস্তানের ব্যাটিং শুরু।

• ৪৮ ওভারে ভারত ৩১৯/৩।

• বিরাটের বাউন্ডারি।

• হার্দিক পাণ্ড্য নেমেই পর পর ওভার বাউন্ডারি হাঁকালেন। (৩টি ছক্কা)

• ৪৭ ওভারে ভারত ২৯৬/৩।

• হাসান আলির বলে এলবিডব্লু হয়ে ফিরলেন যুবরাজ। করলেন ৩২ বলে ৫৩ রান।

• আউট...

• ৪৬ ওভারে ভারত ২৮৫/২।

• বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন যুবরাজ সিংহ।

• বিরাটের ওভার বাউন্ডারি।

• বিরাটের বাউন্ডারি।

• ৪৫ ওভারে ভারত ২৬৪/২।

• যুবরাজের বাউন্ডারি।

• বিরাট ছক্কা।

• যুবারেজর বাউন্ডারি।

• ৪৪ ওভারে ভারত ২৪৭/২।

• যুবরাজের ক্যাচ ফেলল আমিরের পরিবর্ত ফাহিম।

• ৪৩ ওভারে ভারত ২৪২/২।

• যুবরাজের ওভার বাউন্ডারি।

• বাউন্ডারি যুবরাজের।

• ৪২ ওভারে ভারত ২৩০/২।

• মহম্মদ আমিরকে যুবরাজের বাউন্ডারি।

• ৪১ ওভারে ভারত ২২২/২।

• যুবরাজের বাউন্ডারি।

• ৪০ ওভারে ভারত ২১৩/২।

• ওয়াহাব রিয়াজকে যুবরাজের বাউন্ডারি।

• ৩৯ ওভারে ভারত ২০৬/২।

• যুবরাজের ক্যাচ ফেললেন হাসান আলি।

• ৩৮ ওভারে ভারত ২০২/২।

• ওয়াহাবকে যুবরাজের বাউন্ডারি।

• ৩৭ ওভারে ভারত ১৯৪/২।

• বিরাটের সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ১১৯ বলে ৯১ রান করে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন রোহিত শর্মা।

• আউট...

• ৯০ রানে ব্যাট করছে রোহিত।

• ৩৬ ওভারে ভারত ১৮৯/১।

• ওয়াহাব রিয়াজকে পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকালেন রোহিত শর্মা।

• ৩৫ ওভারে ভারত ১৭৬/১।

• ৩৪ ওভারে ভারত ১৭৪/১।

• বৃষ্টি থেমে খেলা শুরু।

• ম্যাচ ৪৮ ওভারে হতে পারে।

• আবার বৃষ্টি। থমকে খেলা।

• ৩৩ ওভারে ভারত ১৭৩/১।

• ৩২ ওভারে ভারত ১৭১/১।

• ৩১ ওভারে ভারত ১৬৩/১।

• ৩০ ওভারে ভারত ১৬২/১।

• ৭৪ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।

• ২৯ ওভারে ভারত ১৬১/১।

• ২৮ ওভারে ভারত ১৫৭/১।

• ইমাদ ওয়াসিমকে বিরাট কোহালির বাউন্ডারি।

• ২৭ ওভারে ভারত ১৪৭/১।

• ২৬ ওভারে ভারত ১৪১/১।

• রোহিতের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহালি।

• ২৫ ওভারে ভারত ১৩৮/১।

• শাদাব খানের বলে আজহার আলিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শিখর ধবন। করলেন ৬৫ বলে ৬৮ রান।

• আউট....

শিখর ধবনকে আউট করার পর শাদাবের উচ্ছ্বাস।

• ২৪ ওভারে ভারত ১৩৫/০।

• শোয়েব মালিককে ধবনের বাউন্ডারি।

• ২৩ ওভারে ভারত ১২৯/০।

• ২২ ওভারে ভারত ১২৫/০।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ২১ ওভারে ভারত ১২০/০।

• শাদাব খানকে ছক্কা ধবনের।

• ২০ ওভারে ভারত ১১০/০।

• শিখর ধবনের ১৮তম হাফ সেঞ্চুরি।

• ১০০ রানে পৌঁছলো ভারত।

• ধবনের বাউন্ডারি ওয়াহাবকে। পর পর তিনটি।

• ১৯ ওভারে ভারত ৯৫/০।

• ছক্কা হাঁকিয়ে নিজের ৩০তম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন রোহিত।

• ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি। শাদাবকে বাইরে পাঠালেন রোহিত শর্মা।

• ১৮ ওভারে ভারত ৮৭/০।

• ১৭ ওভারে ভারত ৮৪/০।

• ১৬ ওভারে ভারত ৭৯/০।

• ওয়াহাবকে শিখর ধবনের বাউন্ডারি।

• ৪২ রানের ব্যাট করছেন রোহিত শর্মা।

• ওয়াহাব রিয়াজকে রোহিতের বাউন্ডারি।

• ১৫ ওভারে ভারত ৬৬/০।

• ১৪ ওভারে ভারত ৬২/০।

• ১৩ ওভারে ভারত ৫৯/০।

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ১২ ওভারে ভারত ৫৫/০।

• ১১ ওভারেত ভারত ৫২/০।

• হাসানকে বাউন্ডারি রোহিতের।

• ১০ ওভারে ভারত ৪৬/০।

• খেলা আবার শুরু।

• বৃষ্টি থেমেছে। ১০ মিনিটের মধ্যে হয়তো শুরু হবে খেলা।

• রোহিত শর্মা ২৫ ও শিখর ধবন ২০ রানে ব্যাট করছেন।

• দশম ওভারে পাঁচ বলই খেলা হয়েছিল।

• ঢেকে ফেলা হয়েছে পিচ।

• বৃষ্টিতে খেলা বন্ধ।

ম্যাচ শুরুর আগে লন্ডনে জঙ্গি হামলায় নিহতদের উদ্দেশে দুই দলের শ্রদ্ধা

• এতক্ষণে একটু হাত খুলে খেলছে ভারতের দুই ওপেনার।

• ধবনের ব্যাট থেকেও এল বাউন্ডারি।

• ৯ ওভারে ভারত ৩৭/০।

• হাসান আলিকে রোহিতের বাউন্ডারি।

• ৮ ওভারে ভারতের রান ৩২/০।

• খুব মন্থর গতীতে রান উঠছে ভারতের। যেটা পরে সমস্যায় ফেলবে।

• ৭ ওভারে ভারত ২৭/০।

• আমিরকে আবার রোহিতের বাউন্ডারি।

• ৬ ওভারে ভারত ২১/০।

• ইমাদ ওয়াসিমকে বাউন্ডারি রোহিতের।

• ৫ ওভারে ভারত ১৫/০।

• ম্যাচের প্রথম বাউন্ডারি হাঁকালেন রোহিত।মহম্মদ আমিরকে।

• ৪ ওভারে ভারত ৯/০।

• ৩ ওভারে ভারত ৫/০।

• পাকিস্তান বোলারদের সামনে তেমনভাবে নিজেদের এখনও মেলে ধরতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।

• ২ ওভারে ভারত ৩/০।

• ইমাদের দ্বিতীয় বলে দু’রান নিয়ে ভারতের হয়ে খাতা খুললেন শিখর ধবন।

• বল করতে এসেছেনইমাদ ওয়াসিম।

• ১ ওভারে ভারত ০/০।

• প্রথম ওভারে কোনও রান নিতে পারল না ভারত।

• বল করছেন মহম্মদ আমির।

• ভারতের হয়ে ওপেন করছেন রোহিত শর্মা ও শিখর ধবন। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই দুই ওপেনার।

• খেলা শুরু।

ম্যাচ শুরুর আগে এ ভাবেই স্টে়ডিয়ামে এলেন দুই দেশের দুই সমর্থক।

• মাঠে নেমে পড়েছে দুই দল। লন্ডনে জঙ্গি হামলায় মৃতদের উদ্দেশে এক মিনিটের নিরবতা পালন।

• ভারতের পাঁচ বোলার বুমরাহ, ভুবনেশ্বর, উমেশ, হার্দিক ও জাদেজা।

• পাকিস্তান দলে ফাহিম আশরাফের জায়গায় আসছেন শাদাব খান।

• মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখেই প্রথম ম্যাচে নামছে ভারত।

• টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

ক্রিকেট মাঠে আবার ভারত-পাকিস্তান। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করে দিচ্ছে ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে কেমন শুরু করবে ভারত এখন সেটাই দেখার।

ক্রিকেট মাঠে ভারত-পাক যুদ্ধের কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ডে জঙ্গি হামলায় উত্তপ্ত হল পরিবেশ। যদিও সঙ্গে সঙ্গেই সব দলের হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ভারতীয় দলের অন্দরেও চলছে অন্য লড়াইয় সে বিরাট কোহালি যতই যা বলুক না কেন গোল বেঁধেছে কোচ-অধিনায়কের। যার প্রভাব পড়তে পারে এই উত্তেজক ম্যাচেও। যদিও প্লেয়াররা খেলায় মনোনিবেশই করতে চাইছেন। এর মধ্যে ভারত-পাক ক্রিকেট সম্পর্কেও টানাপড়েন চলছে বেশ কয়েকমাস ধরে। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি ভঙ্গ করেছে বিসিসিআই। এর মধ্যে আবার ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবারের দুপুরে গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে সেই দিকেই।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, যুবরাজ সিংহ, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।

পাকিস্তান দল: আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।

ছবি: এএফপি ও রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন