Sports News

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলেন বিরাট কোহালিরা

দক্ষিণ আফ্রিকাকে ৮উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১৪:৪৬
Share:

উইকেট নেওয়ার পর অশ্বিনকে ঘিরে উচ্ছ্বাস। ছবি: এএফপি।

Advertisement

ছয়....যুবরাজের ছক্কায় রাজকীয় ঢংয়ে দক্ষিণ অফ্রিকার বিপক্ষে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে জায়গা করে নিল কোহালির ভারত। ১৫ জুন এজব্যাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার সম্ভবনা প্রবল বিরাট অ্যান্ড কোম্পানির।

ভারতের হয়ে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিখর ধবন, যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহালিও। ১০১ বলে ৭৬ রান করেন ভারত অধিনায়ক।

Advertisement

• ৩৭ ওভারে ভারত ১৮৩/২।

•চার....ইমরান তাহিরকে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহালি

• ৩৬ ওভারে ভারত ১৭৬/২।

• ৩৫ ওভারে ভারত ১৭৩/২।

•চার....ইমরান তাহিরকে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহালি

• ৩৪ ওভারে ভারত ১৬৬/২।

• ৩৩ ওভারে ভারত ১৬২/২।

• ইমরান তাহিরকে যুবরাজ সিংহর বাউন্ডারি।

• ৩২ ওভারে ভারত ১৫৬/২।

• ধবনের জায়গা বিরাটের সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• এই ওভার থেকেও এল তিন রান।

• ৩১ ওভারে ভারত ১৫৪/২।

• ইমরান তাহিরের বলে দু প্লেসিকে ক্যাচ দিয়ে ৭৮ রান করে প্যাভেলিয়নে ফিরলেন শিখর ধবন।

• আউট.....

• ৩০ ওভার ভারত ১৫১/১।

• ৩০ তম ওভারে মরিস বেশ টাইট বোলিংই করলেন। এল মাত্র ৩ রান।

• ২৯ ওভারে ভারত ১৪৮/১।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ২৮ ওভারে ভারত ১৪২/১।

• মরিসকে ধবনের জোড়া বাউন্ডারি।

• বিরাট কোহালির হাফ সেঞ্চুরি।

•২৭ ওভারে ভারত ১৩১/১

•অপ্রতিরোধ্য শিখর ধবন।

•২৬ ওভারে ভারত ১২৫/১

•চার...ক্রিস মরিসের বলকে আরও একবার বাউন্ডারি লাইন পার করালেন ধবন

•২৫ ওভারে ভারত ১১৮/১

•২৪ ওভারে ভারত ১১৫/১

•অর্ধশতরান করলেন শিখর ধবন

•২৩ ওভারে ভারত ১১০/১

•চার....মর্কেলকে আরও এক বার বাউন্ডারি লাইনে পাঠালেন কোহালি

•২২ ওভারে ভারত ১০২/১

•২১ ওভারে ভারত ১০০/১

•১০০ রানের গণ্ডি টপকাল ভারত

•চার.....মর্কেলের ওভারে পর পর দু'বলে দু'টি চার কোহালির

•২০ ওভারে ভারত ৯০/১

•চার....ফেলুকায়োকে বাউন্ডারি লাইনে পাঠালেন ধবন

•১৯ ওভারে ভারত ৮৫/১

•চার.....পর পর দু'বলে দু'টি চার শিখর ধবনের

•১৮ ওভারে ভারত ৭৬/১

•১৭ ওভারে ভারত ৭৫/১

•বোলিংয়ে পরিবর্তন। বলে এলেন ইমরান তাহির

•১৬ ওভারে ভারত ৭০/১

•ক্যাচ ড্রপ। কোহালির ক্যাচ ফেললেন হাসিম আমলা

•১৫ ওভারে ভারত ৬৫/১

•চার.....ক্রিস মরিসকে বাউন্ডারি লাইনে পাঠালেন ভারত অধিনায়ক

•১৪ ওভারে ভারত ৫৮/১

•ছয় মেরে ফেলুকায়োকে স্বাগত জানালেন বিরাট কোহালি

•১৩ ওভারে ভারত ৫০/১

•৫০ রানের গণ্ডি টপকাল ভারত

•১২ ওভারে ভারত ৪৭/১

•দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে কার্যত কোন ঠাসা ভারত

•১১ ওভারে ভারত ৪১/১

•১০ ওভারে ভারত ৩৭/১

•চার....পর পর দু'টি বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন শিখর ধবন

•৯ ওভারে ভারত ২৬/১

•৮ ওভারে ভারত ২৪/১

•আরও একটা মেডেন ওভার, এবার মেডেন করলেন মর্নি মরকেল

•৭ ওভারে ভারত ২৪/১

•আরও একটা মেডেন ওভার, সৌজন্যে কাগিস রাবাডা

•৬ ওভারে ভারত ২৪/১

•মর্কেলের বলে আউট হলেন রোহিত শর্মা ১২(২০)

•আউট......

•৫ ওভারে ভারত ২৩/০

•চার...রাবদার বলকে আরও একবার বাউন্ডারি লাইনে পাঠালেন শিখর ধবন

•৪ ওভারে ভারত ১৮/০

•ছয়....মর্কেলকে বাউন্ডারির বাইরে ফেললেন শিখর ধবন

•৩ ওভারে ভারত ১২/০

•ছয় কাগিসোর বলকে স্ট্যান্ডে ফেললেন রোহিত শর্মা

•২ ওভারে ভারত ২/০

•১ ওভারে ভারত ০/০

•মেডেন ওভার দিয়ে দক্ষিণ অফ্রিকান বোলিংয়ের শুরু করলেন কাগিস রাবাদা

দক্ষিণ আফ্রিকার ১৯১ রানের জবাবে ব্যাট হাতে মাঠে নামল ভারত। ভারতের হয়ে ইনিংস শুরু করলেন শিখর ধবন ও রোহিত শর্মা।

ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পাণ্ড্য।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

•৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ১৯১

•শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

•রান আউট হলেন ইমরান তাহির

•আউট......

•৪৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯০/৯

•৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮৯/৯

•পরপর দু'বলে দু'উইকেট ভুবনেশ্বর কুমারের

•আউট......

•আরও একটা উইকেটের পতন, আউট হলেন রাবাডা

•আউট......

•৪২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮৪/৭

•শেষ ১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪২/৫

•৪১ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮৩/৭

•বুমরাহের বলে এলবিডাব্লু হলেন ফেলুকায়ো

•আউট......

•৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭৮/৬

•ভারতীয় বোলিং লাইনআপের সামনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

•৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭৫/৬

•৩৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৯/৬

• ১০ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য

•৩৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৭/৬

• আউট হলেন ক্রিস মরিস

•আউট......

•৩৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৫/৫

•৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬২/৫

•ভারতীয় বোলিং-ফিল্ডিংয়ে চাপে ডেভিলিয়ার্সের দল

•৩৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৯/৫

•পাণ্ড্যর বলে আউট হলেন ডু প্লেসি

•আউট.....

•৩৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৬/৪

•বল হাতে দুরন্ত হার্দিক পাণ্ড্য

•৩২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫২/৪

•১৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

•৩১ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৮/৪

•৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৫/৪

•রান আউট হলেন ডেভিড মিলার

•আউট.......

•২৯ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪২/৩

•রান আউট হলেন এবি ডিভিলিয়ার্স

•আউট......

•২৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩৯/২

•২৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩২/২

দুরন্ত জাদেজা।

•২৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩১/২

•আবার চার, এবার বাউন্ডারিতে পাঠালেন ডুপ্লেসি

•চার মেরে হার্দিক পাণ্ড্যকে বোলিংয়ে স্বাগত জানালেন ডেভিলিয়ার্স

•২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৯/২

•কুইন্টন ডি কককে ডাগ আউটে পাঠালেন জাদেজা

•আউট.....

•২৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৬/১

•বোলিং পরিবর্তন, বলে এলেন হার্দিক পাণ্ড্য

•২৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১০/১

•২২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০৪/১

•১০০ রানের গোণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

•২১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯৯/১

•২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯৪/১

•চার..অশ্বিনকে বাউন্ডারি লাইনে পাঠালেন ডি কক

•১৯ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৪/১

•১৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৭/১

• হাসিম আমলার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন

•আউট......

•১৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭১/০

• বোলিং পরিবর্তন, বলে এলেন রবীন্দ্র জাদেজা

•১৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৭/০

•১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬২/০

• ছয়...পাণ্ড্যকে বাউন্ডারির বাইরে ফেললেন আমলা

•১৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫২/০

•১৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫০/০

• অশ্বিন-বুমরাহদের বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

•১২ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৮/০

•১১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪১/০

•আরও একটি পরিবর্তন। বোলিংয়ে এলেন হার্দিক পাণ্ড্য

•১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৫/০

•বোলিং পরিবর্তন। বলে এলেন রবিচন্দ্রন অশ্বিন

•৯ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৩/০

•আরও একটা দুর্দান্ত ওভার ভারতের জন্য

•৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩০/০

•৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৮/০

•দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের

•৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৬/০

•মিস ফিল্ড করলেন যুবরাজ সিংহ

•৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১/০

•চার...ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারির রাস্তা দেখালেন ডি কক

•৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬/০

•চার...বুমরাহকে বাউন্ডারির বাইরে পাঠালেন কুইন্টন ডি কক

•৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯/০

•২ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪/০

•দুরন্ত বোলিং জসপ্রীত বুমরাহর

•১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩/০

•ভারতীয় বোলিংয়ের ওপেনিং করলেন ভুবনেশ্বর কুমার

•খেলা শুরু........

ওভাল কিংসটনে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহালি। প্রথমে বল করে যদি দক্ষিণ আফ্রিকাকে কম রানে আটকে দেওয়া যায় তা হলে পরে ব্যাট করার সুবিধে পাবে ভারত। এমন কী রানের লক্ষ্য থাকলে সুবিধে হবে ব্যাটসম্যানদেরও।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর শ্রীলঙ্কার সঙ্গে যে এ ভাবে হারতে হবে সেটা ভাবেইনি ভারতের কেউই। বরং একটু যেন বেশিই আত্মবিশ্বাস হয়ে গিয়েছিল। যার ফল ৩০০ রানের গণ্ডি পেড়িয়ে গিয়েও হারতে হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে। যে কারণে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সামনে মরন-বাঁচণ ম্যাচ। জিতলে তবেই সেমিফাইনাল না হলে বিদায়। দক্ষিণ আফ্রিকারও একই অবস্থা। পাকিস্তানের কাছে হেরে জোড় ধাক্কা খেতে হয়েছে তাদেরও। আফ্রিকার সামনেও একই লড়াই। হারাতে হবে ভারতকে।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, যুবরাজ সিংহ, এমএস ধোনি, হার্দিক পাণ্ড্য। কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement