Sports News

শ্রীলঙ্কার কোচ হলেন হাথুরুসিংহে

তিন বছর আগে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের। তার পর থেকে  একাধিকবার সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। এ বার শ্রীলঙ্কার হাল ধরতে ডেকে নেওয়া হল সেই হাথুরুসিংহেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ২০:৫৫
Share:

প্রাক্তন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। —ফাইল চিত্র।

শুক্রবারই শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। গত অক্টোবরেই বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ ছিল, তাদেরকে স্পষ্ট করে কিছু না জানিয়েই দেশে ফিরে গিয়েছেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ। এবং পরবর্তিতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা করা যায়নি। তখনই শোনা গিয়েছিল শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার জন্য তাঁর কাছে আবেদন জানানো হয়েছে।

Advertisement

সেই মতো এ দিন তা ঘোষণাও হয়ে গেল। তিন বছর আগে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের। তার পর থেকে একাধিকবার সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। এ বার শ্রীলঙ্কার হাল ধরতে ডেকে নেওয়া হল সেই হাথুরুসিংহেকে। অতীতে শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। সেটা ২০০৬-২০০৯। এর পর ২০০৯-২০১০এ শ্যাডো কোচ হিসেবে ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হাথুরুসিংহের রিলিজের ব্যবস্থাও করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

তাই হাথুরুসিংহের কোচিংয়েই অতীতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। জুনে গ্রাহাম ফোর্ড চলে যাওয়ার পর থেকেই হেড কোচের সন্ধানে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হয়ত শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্বে থাকবেন তিনিই।

Advertisement

আরও পড়ুন

অনিশ্চিত ভারতের এশিয়া কাপ আয়োজন

ওয়ানডেতে ৫-০ ফলে হারব না বলে ট্রোল্ড আর্নল্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement