এফএ কাপ// চেলসি ৪ : হাল সিটি ০

উইলিয়ানের জোড়া গোল, শেষ আটে চেলসি

শনিবার আলভারো মোরাতা-কে রিজার্ভ বেঞ্চে রেখে হাল সিটি-র বিরুদ্ধে দল নামিয়েছিলেন চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে। ছিলেন না সেরা তারকা এডেন অ্যাজার-ও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৫
Share:

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটি-র বিরুদ্ধে জোড়া গোল করে চেলসির জয়ের নায়ক উইলিয়ান। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের আগে দুরন্ত চেলসি। নেপথ্যে উইলিয়ান, অলিভিয়ের জিহু যুগলবন্দি।

Advertisement

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে এফএ কাপে হাল সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের দু’মিনিটের মধ্যেই চেলসিকে এগিয়ে দেন উইলিয়ান। ব্রাজিলীয় তারকা গোল করেন জিহুর পাস থেকে। ২৭ মিনিটে সেস ফ্যাব্রেগাসের পাস থেকে গোল করেন চেলসির পেদ্রো রদরিগেস। পাঁচ মিনিটের মধ্যে ফের জিহুর পাস থেকে গোল করেন উইলিয়ান। ম্যাচের সেরাও হন তিনি। ৪২ মিনিটে জিহুর গোলের পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসির খেলা।

শনিবার আলভারো মোরাতা-কে রিজার্ভ বেঞ্চে রেখে হাল সিটি-র বিরুদ্ধে দল নামিয়েছিলেন চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে। ছিলেন না সেরা তারকা এডেন অ্যাজার-ও। কিন্তু উইলিয়ান, জিহু-রা কখনওই তাঁদের অভাব বুঝতে দেননি। ম্যাচের শুরু থেকেই চেলসি ঝড়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে হাল সিটি। দিন তিনেক আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচকেও ৩-০ উড়িয়ে দিয়েছিল চেলসি। এ বার জয় চার গোলে। ম্যাচের পরে চেলসি ম্যানেজার কন্তে বলেছেন, ‘‘স্মরণীয় রাত। জিহু এই মরসুমে প্রথম গোল পেল। অসাধারণ খেলেছে উইলিয়ানও।’’

Advertisement

বার্সেলোনার বিরুদ্ধে দ্বৈরথের আগে দলের এই পারফরম্যান্স যে তাঁকে স্বস্তি দিয়েছে, কন্তের বক্তব্য থেকেই স্পষ্ট। চেলসি ম্যানেজার বলেছেন, ‘‘স্বস্তি নিয়ে বাড়ি ফিরব। কারণ, আমার হাতে এখন প্রচুর বিকল্প। বার্সেলোনার বিরুদ্ধে সেরা দল বেছে নিতে তাই সমস্যা হবে না।’’

উইলিয়ানই যে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিলেন, স্বীকার করে নিয়েছেন হাল সিটি ম্যানেজার। নাইজেল অ্যাডকিন্স বলেছেন, ‘‘দু’মিনিটে উইলিয়ানের গোলটাই আমাদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। প্রথমার্ধে চেলসি অসাধারণ ফুটবল খেলেছে। আমরা নিজেদের খেলাটাই খেলতে পারিনি।’’

চেলসির বিরুদ্ধে ৫১ মিনিটে পেনাল্টি পেয়েও হাল সিটি-র ডেভিড মেলার গোল করতে পারেননি। তাঁর শট আটকে দেন চেলসি গোলরক্ষক উইলি কাবায়েরো। তবে ডেভিডের ব্যর্থতারর নেপথ্যেও ছিলেন উইলিয়ান! ম্যাচের পরে ব্রাজিলীয় তারকা হাসতে হাসতে বলেছেন, ‘‘পেনাল্টি নিতে যাওয়ার আগে ডেভিডকে বলেছিলাম, তুমি গোল করতে পারবে না। ও তাতে প্রচণ্ড উত্তেজিত হয়ে আমাকে চুপ করতে বলে। এবং পেনাল্টি নষ্ট করে।’’ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের আগে যে এই জয়, আত্মবিশ্বাস বাড়াবে মনে করছেন উইলিয়ানও। তিনি বলেছেন, ‘‘বার্সেলোনার বিরুদ্ধে লড়াইয়ের আগে এই ম্যাচটা জেতা জরুরি ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন