কন্তের সতর্কবার্তা চেলসিকে

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে চেলসি কি প্রিমিয়ার লিগ খেতাবের আরও কাছে পৌঁছতে পারবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:৩৯
Share:

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে চেলসি কি প্রিমিয়ার লিগ খেতাবের আরও কাছে পৌঁছতে পারবে?

Advertisement

ডার্বিতে এভার্টনকে হারিয়ে প্রথম চারে শেষ করার সুযোগ আরও উজ্জ্বল করতে পারবে লিভারপুল?

শনিবার আবার আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ক্লাবের জার্সিতে ফিরছেন মহাতারকারা। চেলসি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও অবশ্য জল্পনা বজায় থাকল এডেন অ্যাজারের ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, অ্যাজারকে সই করতে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি আছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

সাংবাদিক সম্মেলনে সেই সব জল্পনা উড়িয়ে আন্তোনিও কন্তে অবশ্য বলছেন, ‘‘আগেও এ রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমি। আমরা অবশ্য চিন্তিত নই। জানি ফুটবলাররা সবাই খুশি চেলসিতে।’’ লিগ টেবলে টটেনহ্যামের থেকে দশ পয়েন্ট এগিয়ে শীর্ষে চেলসি। তাতেও কন্তে বলছেন, ‘‘এখনও লিগ শেষ হয়নি। আরও দশটা ম্যাচ বাকি। আমাদের এমন ভাবে খেলতে হবে যাতে মরসুমের শেষটা খুব ভাল হয়।’’ ক্রিস্টাল প্যালেস ম্যাচে আবার চোট সারিয়ে চেলসি দলে ফিরতে চলেছেন অ্যাজার।

শনিবার ইপিএলে ডার্বিতে লিভারপুলের সামনে এভার্টন। প্রথম চারে শেষ করার আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে লিভারপুলকে। ম্যাচের আগে অবশ্য বিপক্ষকে সমীহ করছেন ক্লপ। ‘‘এভার্টন দলটা খুবই ভাল। মরসুমের শুরুটা ওদের হয়তো ভাল হয়নি। কিন্তু এখন দারুণ খেলছে,’’ বলছেন ক্লপ।

অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমের সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যার আগে মোরিনহো বলছেন, ‘‘আমার দলে চোট আছে। দেশের হয়ে খেলতে নামার আগে দু’জন ইংলিশ ডিফেন্ডার চোট পায়। তাতেও আমরা ফর্ম ধরে রাখার চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement