চেন্নাই সিটি এফসি দল। ছবি: ফেসবুক।
আই লিগে সরাসরি খেলার সুযোগ হয়েছে। দল বানাতে হয়েছে খুব দ্রুত। তাও একাধিক চেনা মুখকে দলে নিয়েছে চেন্নাই। তবুও এখনও ধারাবাহিকভাবে জয়ের পথে হাঁটতে পারেনি আই লিগের নতুন দল। ৫ ফেব্রুয়ারি বারাসত স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের কাছে ৩-০ গোলে হারের পর চাকরী গেল চেন্নাই সিটি কোচ রবিন চার্লস রাজার। ক্লাবের পক্ষ থেকে চেন্নাই সিটি এফসি প্রেস রিলিজ দিয়ে এই তথ্য জানিয়ে দিল। যেখানে লেখা রয়েছে, ‘‘চেন্নাই সিটি এফসি দলের হেড কোচ রবিন চার্লস রাজাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল। ক্লাবের পক্ষ থেকে কোচের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। নতুন কোচের নাম দ্রুত ঘোষণা করা হবে।’’
আরও খবর: ডার্বির আগে প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের হুঙ্কার দিয়ে রাখলেন মর্গ্যান