Chennai vs Mumbai

চেন্নাই-মুম্বই ম্যাচ ড্র

চেন্নাইয়ের সঙ্গে ১-১ ড্র করে ১২ পয়েন্ট নিয়ে কলকাতাকে ছুঁয়ে ফেলল মুম্বই। যদিও এক ম্যাচ বেশি খেলে। শীর্ষে টিকে থাকতে পরের ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে কলকাতাকে। বুধবার ঘরের মাঠেও পুরো পয়েন্ট তুলতে পারল না চেন্নাই। শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ২২:২৪
Share:

মুম্বই বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহিত।

চেন্নাই ১ (জেজে)

Advertisement

মুম্বই ১ (কোস্তা)

চেন্নাইয়ের সঙ্গে ১-১ ড্র করে ১২ পয়েন্ট নিয়ে কলকাতাকে ছুঁয়ে ফেলল মুম্বই। যদিও এক ম্যাচ বেশি খেলে। শীর্ষে টিকে থাকতে পরের ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে কলকাতাকে। বুধবার ঘরের মাঠেও পুরো পয়েন্ট তুলতে পারল না চেন্নাই। শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কিন্তু প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতে থই সিংহকে তুলে ডুডুকে নামিয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে চেন্নাই। গোলও আসে। কিন্তু জেজে লালপেখলুয়ার পা থেকে।

Advertisement

৫১ মিনিটে মরিজিও পেলুসোর কর্নার থেকে হেডে গোল করে যান জেজে। এর পরই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই। শেষ পর্যন্ত সমতায় ফিরতে মুম্বইয়ের লেগে যায় ৮৮ মিনিট। নির্ধারিত সময়ের তখন বাকি মাত্র দু’মিনিট। চেন্নাই ধরেই নিয়েছিল জয় শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই হোম টিমের দু’পয়েন্ট কেড়ে নিল মুম্বই। সনি নর্ডির ছোট্ট টোকা থেকে প্রায় ২৫ গজ দুরে বল পেয়ে গিয়েছিলেন দা কোস্তা। সেখান তেকেই চলতি বলে তাঁর শট পোস্টে লেগে চলে যায় গোলে। জয়ের ফেরার স্বপ্ন দেখতে শুরু করা চেন্নাইয়ের তখন আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না। ১-১ গোলেই শেষ হয় এদিনে ম্যাচ।

এক ম্যাচ নির্বাসিত হয়ে এদিন গ্যালারিতে বসে খেলা দেখলেন চেন্নাই কোচ মাতেরাজ্জি।

আরও খবর

এক ম্যাচ নির্বাসিত মাতেরাজ্জি, আজ বসতে হবে গ্যালারিতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন